‘দুধ-রুটি খেয়েই ঘুমিয়ে পড়তাম, মা’কে জানতে দিইনি’: RR পেসারের লড়াইয়ের গল্প
শুভব্রত মুখার্জি : চলতি আইপিএলে বেশ ভালো ফর্মেই রয়েছে রাজস্থান রয়্যালস। সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন দল কোন অঘটন না ঘটলে প্লে অফে যাচ্ছেই। বর্তমানে ক্রমতালিকায় তিন নম্বরে রয়েছে রাজস্থান রয়্যালস দল। ১১ ম্যাচ খেলে তাদের ঝুলিতে রয়েছে ১৪ পয়েন্ট। তাদের ওপেনার জোস বাটলার স্বপ্নের ফর্মে রয়েছেন। বর্তমানে ৬২৫ রান নিয়ে তিনিই সর্বাধিক রান সংগ্রাহক। দলের অন্যতম সদস্য অনুনয় সিং এক ভিডিয়োতে তার জীবনের অনেক অজানা কাহিনী তুলে ধরেছেন।
জোস বাটলারের পাশাপাশি যুজবেন্দ্র চাহাল ২৩ উইকেট নিয়ে এই মুহূর্তে যুগ্মভাবে সর্বাধিক উইকেট সংগ্রাহক। রাজস্থান রয়্যালসের বোলিং অ্যাটাক ও খুব শক্তিশালী। ট্রেন্ট বোল্ট, প্রসিধ কৃষ্ণ, রবিচন্দ্রন অশ্বিন,স্বয়ং চাহাল সমৃদ্ধ রয়্যালসের ব্যাটিং লাইন আপ এই মুহূর্তে আইপিএলের অন্যতম সেরা বোলিং লাইন আপ। এই লাইন আপের অংশ হিসেবে ‘আনক্যাপড’ ভারতীয় বোলার অনুনয় সিং যে অভিজ্ঞতা অর্জন করছেন তা যে অমূল্য তা বলাই বাহুল্য।
যদিও এই মরশুমে এখন ও একটিও ম্যাচ খেলেননি রাজস্থান রয়্যালসের অনুনয় সিং। ঘরোয়া ক্রিকেটে বিহারে হয়ে খেলেন এই পেসার। রয়্যালসের তরফে পোস্ট করা একটি ভিডিয়োতে অনুনয় সিং বলেছেন ‘ আমি মধ্যবিত্ত ঘরের ছেলে। আমার ঘরে রোজগেরে বলতে ছিলেন একমাত্র আমার বাবা। আমি পার্ট টাইম কাজের ভাবনা চিন্তা করছিলাম । ম্যাকডোনাল্ডের মতন কোন জায়গায়। যেখানে আমি ৭-৮ হাজার রোজগার করতে পারতাম। তখন আমি ভাবলাম কাজ করলে আমার অনুশীলন,পরিশ্রম ব্যর্থ হয়ে যাবে। ক্রিকেট খেলাটা তখনও বেশ খরচের ছিল। এখনও বেশ খরচের। আমি বাড়িতে এই বিষয়ে কথাই বলিনি। আমার সিনিয়ররা মাঝে মাঝেই আমাকে জুতো দিয়ে সাহায্য করতেন। কোন কোন রাতে আমি হয় শুধু দুধ, না হয় দুধ-রুটি খেয়ে শুয়ে পড়তাম। আমি মা’কে কখনও বলিনি। কারণ মা’কে যদি বলতাম আমি কিছু না খেয়েই শুয়ে পড়ছি তাহলে মা ঘুমাতে পারত না।’
For all the latest Sports News Click Here