দু’দিন আগেই গড়া রেকর্ড ভাঙলেন রাজা, মাত্র ৫৪ বলে সেঞ্চুরি করে ইতিহাস সিকন্দরের
শুভব্রত মুখার্জি: বছর শেষে ভারতে অনুষ্ঠিত হবে ওয়ান-ডে বিশ্বকাপ। সেই বিশ্বকাপের মূলপর্বে এখনও দুটি জায়গা বাকি রয়েছে। আর সেই দুটি জায়গা নিশ্চিত করতেই জিম্বাবোয়ের মাটিতে বিশ্বকাপ কোয়ালিফায়ারে লড়াই চালাচ্ছে দেশগুলো। সেখানেই আয়োজক দেশ একেবারে ধুন্ধুমার ব্যাটিংয়ের নজির গড়ে ফেলল। অতি আক্রমণাত্মক ক্রিকেটে দুই দিনের ব্যবধানেই চলল রেকর্ড ভাঙা-গড়ার খেলা। জিম্বাবোয়ের হয়ে ওয়ান-ডে ক্রিকেটে দ্রুততম শতরান করার নজির দু’দিন আগেই করেছিলেন বাঁ-হাতি ব্যাটার শন উইলিয়ামস। এবার সেই নজির ভেঙে দিলেন আইপিএলে পঞ্জাব কিংসের হয়ে খেলা অলরাউন্ডার সিকন্দর রাজা।
প্রসঙ্গত নেপালের বিরুদ্ধে দু’দিন আগে আফ্রিকার দেশ জিম্বাবোয়ের হয়ে ওয়ান-ডে’তে দ্রুততম শতরান করার নজির গড়েছিলেন শন উইলিয়ামস। মাত্র ৭০ বলে সেদিন শতরান করে জিতিয়েছিলেন দেশকে। আর এদিন সেই নজির ভেঙে গুঁড়িয়ে দিলেন রাজা। পঞ্জাব কিংসের এই ক্রিকেটার মাত্র ৫৪ বলে নেদারল্যান্ডসের বিপক্ষে হাঁকালেন তাঁর দেশের ওয়ানডে ইতিহাসে দ্রুততম শতরানটি। পাশাপাশি এদিন বল হাতেও চার উইকেট নিয়েছেন তিনি। রাজার দুরন্ত পারফরম্যান্সে ভর করেই ‘অরেঞ্জ আর্মির’ বিরুদ্ধে বড় রান তাড়া করে জয় ছিনিয়ে নিয়েছে নেদারল্যান্ডস।
গ্রুপ ‘এ’ -র ম্যাচে এদিন নেদারল্যান্ডসকে ছয় উইকেটে হারাল জিম্বাবোয়ে। এদিন নেদারল্যান্ডস দল প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ছয় উইকেট হারিয়ে ৩১৫ রান তোলে। তাদের দুই ওপেনার ওপেনিং জুটিতে তোলেন ১২০ রান। বিক্রমজিত সিং করেন ৮৮ এবং ম্যাক্স ও’ডাউড করেন ৫৯ রান।
অধিনায়ক স্কট এডওয়ার্ডস মাত্র ৭২ বলে ৮৩ রান করে দলকে ৩০০ রানের গণ্ডি পার করে দেন। বল হাতে ১০ ওভারে ৫৫ রান দিয়ে চার উইকেট নেন রাজা। জবাবে রান তাড়া করতে নেমে মাত্র ৪০.৫ ওভারে চার উইকেট খুইয়ে লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় জিম্বাবোয়ে। রাজা মাত্র ৫৪ বল খেলে ১০২ রানে অপরাজিত থাকেন। তাঁকে যোগ্যসংগত দিয়ে শন উইলিয়ামস করেছেন ৯১ রান। এছাড়াও অধিনায়ক ক্রেগ আরভিন করেছেন ৫০ রান।ফলে বড় রান তাড়া করেও বিরাট জয় ছিনিয়ে নিয়েছে জিম্বাবোয়ে।
For all the latest Sports News Click Here