দু’দিনে মাত্র ৭ কোটি কালেকশন! বক্স অফিসের এ কী অবস্থা ‘জয়েশভাই জোরদার’-এর?
১৩ মে সিনেমা হলে মুক্তি পেয়েছে রণবীর সিং অভিনীত ‘জয়েশভাই জোরদার’। ছবিতে ফের একবার গুজরাটির চরিত্রে অভিনেতা। তাঁর বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী অভিনেত্রী শালিনী পাণ্ডে। শুক্রবার ধীরগতির শুরুর পরে, রণবীর সিং-এর ছবি বক্স অফিসেও ততটা লক্ষ্মীলাভ করতে পারেনি।
মুক্তির প্রথমদিন মাত্র ৩ কোটি ২৫ লক্ষ টাকা আয় করেছে ‘জয়েশভাই জোরদার’। শনিবার ছবির বক্স অফিসে নজর ছিল সকলের। বিশেষজ্ঞদের অনুমান ছিল, সপ্তাহান্তে ১২ কোটির গণ্ডি পেরোতে পারে এই ছবি। যদিও সেই আশায় জল। দ্বিতীয় দিনে ছবির বক্স অফিস কালেকশন প্রায় ৪ কোটি। আরও পড়ুন: Jayeshbhai Jordaar: মোটেই জোরদার নয়! শুরুতেই ধাক্কা, প্রথমদিন মাত্র এই ক’টাকা পকেটে পুরল ‘জয়েশভাই’
BoxOfficeIndia.com-এর রিপোর্ট অনুযায়ী, এই ছবির প্রথম দিনের আয় যা ভাবা হয়েছিল তার চাইতে অনেকটা কম। প্রথম দিন ৩.২৫ কোটি, দ্বিতীয় দিন ৩.৭৫-প্রায় ৪ কোটি, যা খুব একটা ভালো নয়। ‘রানওয়ে ৩৪’ এবং ‘জার্সি’র মতো ছবিগুলি শনিবারের পর রবিবার তেমন কালেকশন করতে পারেনি।
করোনা পরবর্তী সময়ে বলিউড সেভাবে লাভের মুখ দেখছে না। অন্যদিকে দক্ষিণী ইন্ডাস্ট্রি ‘পুষ্পা’, ‘আরআরআর’, ‘কেজিএফ ২’ ছবির হিন্দি ভার্সন কোটি কোটি টাকার ব্যবসা করছে। নেটিজেনের একাংশের মনে প্রশ্ন, ‘৮৩-র পর ফের একবার ফ্লপ হতে পারে রণবীরের ছবি?’ যদিও সকলের নজর রবিবারের বক্স অফিস কালেকশনের উপর। নির্মাতাদেরও অনেক আশা রয়েছে এই ছবি ঘিরে।
For all the latest entertainment News Click Here