‘দুটো ম্যাচ খেলেই বসতে হয়,’ দলে সেভাবে জায়গা না পেয়ে মুখ খুললেন অক্ষর প্যাটেল
দুটি ম্যাচ খেলার পরে দলের বাইরে থাকাটা কঠিন। তবে ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার অক্ষর প্যাটেল যে সুযোগ পাচ্ছেন তা কাজে লাগাতে চান। ২০১৪ সাল থেকে ওডিআই ক্রিকেটে ৫০টির বেশি উইকেট নেওয়া সত্ত্বেও,অক্ষরের দলে জায়গা নিশ্চিত করা হয়নি।
তৃতীয় ওয়ানডেতে জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৩ রানের জয়ের পর অক্ষর প্যাটেল বলেন,‘আপনি দুটি ম্যাচ খেলেন তারপর হঠাৎ করেই বাইরে বসতে একটু কষ্ট হয়। এটা কঠিন কিন্তু আমি এই বলে নিজেকে বিশ্বাস করাই যে এটাই আমার সেরা পারফর্ম করার বড় সুযোগ।’
আরও পড়ুন… এশিয়া কাপের আগে জোড়া ধাক্কা খেল বাংলাদেশ, চোটের জন্য ছিটকে গেলেন দুই তারকা
ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অনুশীলনে,ভারতীয় টিম ম্যানেজমেন্ট খেলোয়াড়দের ঘুরিয়ে ফিরিয়ে সুযোগ দেয়। অক্ষর প্যাটেল বলেছিলেন যে এই পরিস্থিতিতে একটি ইতিবাচক মানসিকতা নিয়ে খেলা এবং প্রতিটি ম্যাচকে সুযোগ হিসাবে নেওয়া গুরুত্বপূর্ণ। অক্ষর প্যাটেল বলেন,‘আমি এখানে ভালো করতে পারলে পরের ম্যাচে খেলার সুযোগ পাব। আমি যখন দলের বাইরে থাকি তখন আমি সব সময় অভিযোগ করতে পারি কিন্তু আমি এটাকে ইতিবাচক হিসেবে নিই যে আমি ভারতের হয়ে খেলার সুযোগ পাচ্ছি। ভালো পারফর্ম করলে খেলা চালিয়ে যাতে পারব।’
আরও পড়ুন… এশিয়া কাপের জন্য দুবাই পৌঁছেছে পাকিস্তান দল, জেনে নিন কবে যাবে টিম ইন্ডিয়া
শুভমান গিলের ৯৭ বলে ১৩০ রানের বিষয়ে কথা বলতে গিয়ে অক্ষর প্যাটেল বলেন,‘তিনি যেভাবে ব্যাটিং করছেন এবং এক-দুই রান করছেন, পাশাপাশি তিনি যে ভাবে বল ডট করাচ্ছেন না সেটা দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’ তিনি বলেন,‘বোলাররা কৌশলটি পুরোপুরি কার্যকর করেছে। আবেশ খানের ইয়র্কার এবং স্লো ডেলিভারি দেখে ভালো লাগলো। শার্দুল ঠাকুরও যেভাবে বোলিং করেছেন,খুব ভালো। দীপক চাহার ফিরে এসেছেন এবং তিনটি উইকেট নিয়েছেন, যা দেখে খুব ভালো লাগছিল।’
For all the latest Sports News Click Here