দুই হেভিওয়েটকে দলে রাখলেন না জাফর! সম্ভাব্য একাদশে সুযোগ পেলেন কারা? জেনে নিন
ঘরের মাঠে নিউজিল্যান্ডকে ওডিআই সিরিজে হোয়াইটওয়াশ এবং টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর বৃহস্পতিবার প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট খেলতে নামতে চলেছে রোহিত শর্মার দল। এই ম্যাচে কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ? জল্পনা চলেছে। অনেকের মুখেই শোনা যাচ্ছে নাগপুর টেস্টে চার স্পিনার নিয়ে খেলতে নামবে ভারত। অজিদের বিরুদ্ধে কেমন দল নিয়ে নামবেন রোহিতরা, তার সম্ভাব্য একাদশ ঘোষণা করলেন প্রাক্তন ওপেনার ওয়াসিম জাফর।
নাগপুরে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে ব্লকবাস্টার সিরিজের উদ্বোধনী ম্যাচে দুই তারকা ক্রিকেটারকে জাফর বাদ দিয়েছেন প্রথম একাদশ থেকে। রোহিত শর্মার সঙ্গে ওপেনার হিসেবে বেছে নিয়েছেন লোকেশ রাহুলকে। মিডিল অর্ডারে নামিয়ে এনেছেন শুভমন গিলকে। চেতেশ্বর পূজারা ও বিরাট কোহলিকে নিজেদের জায়গাতেই রেখেছেন তিনি।
সবাইকে অবাক করে দিয়ে তিনি সূর্যকুমার যাদব ও অক্ষর প্যাটেলকে প্রথম একাদশ থেকে বাদ দিয়েছেন। কেএস ভরতকে উইকেটকিপার হিসেবে জায়গা দিয়েছেন তিনি। রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ এবং মহম্মদ শামিকে নিয়ে তারকা খচিত বোলিং লাইন আপ তৈরি করেছেন জাফর।
তবে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে, চার স্পিনার নিয়ে নামতে চলেছে ভারত। স্পিনিং উইকেটেই করা হবে বলে মনে করা হচ্ছে। সেই মতো প্রস্তুতিও শুরু করে দিয়েছেন দুই দলের ক্রিকেটাররা। অশ্বিনের বিরুদ্ধে খেলার জন্য ভারতের মহেশ পিথিয়াকে নিজেদের দলের সঙ্গে রেখেছে অস্ট্রেলিয়া। অন্যদিকে ভারত ১০ জন ঘরোয়া স্পিনারকে নিয়ে এসে অনুশীলন করছে। বিশেষ করে জোর দেওয়া হয়েছে সুইপ শট খেলার উপর। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, ভালো সুইপ শট খেলতে পারায় টেস্টে অভিষেক হতে পারে সূর্যকুমার যাদবের। অন্যদিকে অক্ষর প্যাটেল তার অসাধারণ রেকর্ডের জন্য অনেকটাই এগিয়ে রয়েছেন।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি শুরু হওয়ার আগেই প্রথম টেস্ট ম্যাচের জন্য ছিটকে গিয়েছেন শ্রেয়স আইয়ার। পিঠের চোটের জন্য প্রথম দুই ম্যাচে নেই জসপ্রীত বুমরাহ। ভারত যেমন আইয়ার ও বুমরাহকে পাচ্ছে না তেমনি অস্ট্রেলিয়া তাদের জোরে বোলার মিচেল স্টার্ক ও জোশ হ্যাজেলউডকে পাচ্ছে না।
বৃহস্পতিবার নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বর্ডার-গাভাসকর ট্রফির চার ম্যাচের সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে রোহিত শর্মা নেতৃত্বাধীন ভারত। এখন এটাই দেখার বিষয়, ভারতীয় টিম ম্যানেজমেন্ট জাফরের সম্ভাব্য একাদশে থাকা ক্রিকেটারদের দলে রাখে নাকি অন্যদের সুযোগ করে দেয়।
জাফরের তৈরি করা সম্ভাব্য একাদশ– রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শুভমন গিল, কেএস ভরত, রবীন্দ্র জাদেজা রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ।
For all the latest Sports News Click Here