দুই সন্তান নিয়ে বিবাহিত বিবেক, তখন ভবিষ্যতের স্ত্রী নীনা গুপ্তের সঙ্গে আলাপ
নীনা গুপ্তর কেরিয়ার এখন সপ্তমে রয়েছে বললেই চলে। একটার পর একটা সিনেমা, ওয়েব সিরিজে কাজ করে চলেছেন এই বর্ষীয়ান অভিনেত্রী। তিনি তাঁর স্বামী বিবেক মেহরার সঙ্গে বর্তমানে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন। সঙ্গে তাঁদের কন্যা মাসাবা গুপ্ত আছেন। ফলে অভিনেত্রীর কর্মজীবন এবং ব্যক্তিজীবন দুই সমান গতিতে চলছে। সম্প্রতি একটা সাক্ষাৎকারে এই বর্ষীয়ান অভিনেতা তাঁর এবং বিবেক মেহারার বিয়ের বিষয় জানান। তাঁদের দুজনেরই এটা দ্বিতীয় বিবাহ।
লকডাউনের সময় নীনা, বিবেক তাঁদের মুক্তেশ্বরের বাড়িতে ছিলেন। আর সেখানে কাটানো তাঁদের বেশ কিছু আনন্দ, মজার মুহূর্তের ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। যেহেতু তখন স্যালোঁ, ইত্যাদি বন্ধ ছিল, সেহেতু তখন তাঁরা একে অন্যের যত্ন নিতেন, হেড ম্যাসাজ দিতেন। আর সেই সব কিছুই এই ছবিতে ধরা পড়েছে।
হিউম্যানস অব বম্বেকে দেওয়া একটি সাক্ষাৎকারে নীনা গুপ্ত জানিয়েছিলেন তাঁর এবং বিবেক মেহরার বিয়ের বিষয়ে, তাঁদের সম্পর্কের বিষয়ে। তিনি বলেন, ‘ প্লেনের সঙ্গে আমার একটা কোথাও যোগাযোগ ছিলই। আর ওর সঙ্গে আমার প্লেনেই দেখা হয়েছিল। আর ওই সময়টা সত্যি বলতে ভীষণ সুন্দর ছিল। একই সঙ্গে কঠিনও ছিল। কারণ তিনি তখন বিবাহিত ছিলেন। আবার দুটো সন্তানও ছিল তাঁর। আমার জন্য বিষয়টা বেশ কঠিন ছিল। কিন্তু ওই কেটে গেল।’
তিনি আরও বলেন, যে একজন পুরুষ এবং মহিলার মধ্যে যে ভালোবাসার সম্পর্ক থাকে সেটার মতো সুন্দর এই পৃথিবীতে আর কিছুই হয় না। অভিনেত্রীর মতে, ‘তবে আমি আমার সন্তানের জন্য যা অনুভব করি, যতটা করতে পারব সেটা আর কারও জন্য পারব না। আমি ওর জন্য সব করতে পারি। আমি অবশ্যই আমার স্বামীর জন্য সব করতে পারি, করিও। কিন্তু মাসাবার জন্য যা করি সেটা হয়তো ওর জন্য করতে পারব না।’
গত বছর বিবেককে নীনা এবং তাঁর সম্পর্কের বিষয় জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘দুর্দান্ত! কোনও রাজনীতি নেই, কোনও ষড়যন্ত্র নেই। কেবল ভালোবাসা।’
নীনাকে সম্প্রতি উঁচাই ছবিতে দেখা গিয়েছে। এই ছবিতে তাঁর সঙ্গে অমিতাভ বচ্চন, পরিণীতি চোপড়া, বোমান ইরানি, সারিকা, ড্যানি ডেনজংপা, অনুপম খের, প্রমুখকে দেখা গিয়েছে। সুরজ বরজাতিয়া এই ছবিটির পরিচালনা করেছেন। এই ছবির কিছুদিন আগে নীনা গুপ্তকে অমিতাভ বচ্চনের সঙ্গে গুডবাই ছবিতেও দেখা গিয়েছে। গুডবাই ছবির মাধ্যমে রশ্মিকা মন্দানা বলিউডে পা রাখলেন।
For all the latest entertainment News Click Here