দুই মহাদেশে ৭৫ ঘণ্টায় ৪ ম্যাচ! ভাইটিলিটি ও MLC-তে খেলতে ১৪,৫০০ কিমি যাবেন নারিন
শুভব্রত মুখার্জি: ওয়েস্ট ইন্ডিজের তারকা সুনীল নারিন এবার যেন অসাধ্য সাধন করতে চলেছেন! ৭৫ ঘণ্টায় দুটি মহাদেশে খেলতে চলেছেন তিনি। ৭৫ ঘণ্টায় চারটি টি-টোয়েন্টি ম্যাচ (তিনটি তো নিঃসেন্দেহে) খেলতে ১৪,৫০০ কিমি পথ অতিক্রম করবেন। একদিকে খেলবেন আমেরিকার মাটিতে, আবার অন্যদিকে খেলবেন ইউরোপের মাটিতে। মেজর লিগ ক্রিকেট শুরু হতে চলেছে আগামিকাল (ভারতীয় সময় অনুযায়ী)। সেখানেই লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স দলকে নেতৃত্ব দেবেন তিনি। বৃহস্পতিবার (স্থানীয় সময়) ডালাসে নাইটরা প্রথম ম্যাচ খেলবে। এরপর শনিবার নারিন ফিরে আসবেন ইংল্যান্ডে।সেখানে টি-টোয়েন্টি ভাইটালিটি ব্লাস্টে তিনি খেলবেন সারের হয়ে। সেমিফাইনালে খেলার পরে সেই ম্যাচ জিতলে ফাইনালেও খেলবেন তিনি।
টি-টোয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালা সুনীল নারিন এমন অসম্ভবকে সম্ভব করতেই বদ্ধপরিকর। নারিন যা করতে যাচ্ছেন, তা সেটা ক্রিকেটে এর আগে কোনওদিন হয়নি। পাশাপাশি ভবিষ্যতেও হবে কিনা, যথেষ্ট সন্দেহ রয়েছে। মাত্র ৭৫ ঘণ্টার মধ্যে দুটি মহাদেশে দুটি ভিন্ন লিগে চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে নারিনের। ৭৫ ঘণ্টার মধ্যে ১৮ ঘণ্টাই নারিন কাটাবেন ফ্লাইটে।
গত আইপিএলে কেকেআরের হয়ে খেলেছেন তিনি। প্রায় ছয় সপ্তাহ ধরে ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টে খেলছেন নারিন। তাঁর দল সারে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে সেমিফাইনালে। ক্রিস জর্ডনের নেতৃত্বে খেলা নারিন এই মরশুমে দলের সর্বোচ্চ উইকেটশিকারীও। নিয়েছেন ২০টি উইকেট। ব্যাট হাতে নারিনের গড় ২২.৫৫। স্ট্রাইক রেট ১৫৯.৮৪।
অন্যদিকে মেজর লিগ ক্রিকেটে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের অধিনায়ক নারিন। টেক্সাসে উদ্বোধনী ম্যাচ খেলতে ইংল্যান্ডে টি-টোয়েন্টি ব্লাস্টের কোয়ার্টার ফাইনালে ল্যাঙ্কাশায়ারকে হারানোর পর শুক্রবার রাতেই আমেরিকার উদ্দেশে রওনা হন নারিন। বৃহস্পতিবার রাতে (স্থানীয় সময় অনুযায়ী) এই ম্যাচ খেলে শনিবার সকালেই (স্থানীয় সময় অনুযায়ী) ফের ইংল্যান্ডে ফিরতে হবে তাঁকে। তারপর দুপুরে সেমিফাইনালে সারের হয়ে সমারসেটের বিপক্ষে খেলবেন তিনি।সেমিফাইনাল জিতে গেলে সেদিন সন্ধ্যাতেই এসেক্স অথবা হ্যাম্পশায়ারের বিপক্ষে ফাইনালে খেলতে হবে নারিনকে। এরপর নারিনকে ফের আমেরিকা ফিরে রবিবারই খেলতে হবে নাইট রাইডার্সের হয়ে। অর্থাৎ এই সময়ে চার ম্যাচ খেলার জন্য নারিনকে পাড়ি দিতে হবে ৯০০০ মাইল বা ১৪,৫০০ কিমি।
For all the latest Sports News Click Here