দুই বোনকে চিনতে পারছেন? একজন এখন সুপার-হট সেলেব! তাঁর ছবি কিন্তু রোজ দেখেন আপনি
সেলেবদের ছোটবেলার ছবি বহু সময়েই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তাঁদের দীর্ঘ দিনের পুরনো ছবি দেখে অনেক সময়েই টের পাওয়া যায় না, আসলে তাঁরা কারা। এমনকী রোজ যাঁদের ছবি সোশ্যাল মিডিয়ায় দেখা যায়, তাঁদের পুরনো ছবি দেখেও অনেক সময়ে টের পাওয়া যায় না, সেটি কার ছবি। হালেও এমনই একটি ঘটনা ঘটেছে। বলিউডের এক সেলেব নিজের এবং তাঁর বোনের ছোটবেলার ছবি দিয়েছেন। যা দেখে অনেকেই বিশ্বাস করতে পারছেন না, এটি কারা।
বলিউডের যে সেলেবের ছবি নিয়ে কথা হচ্ছে, তিনি অতিমাত্রায় জনপ্রিয়। সোশ্যাল মিডিয়ার দৌলতে তাঁর কোনও না কোনও ছবি বা ভিডিয়ো রোজই দেখা যায়। পথচলতি মানুষ, ট্রেনে-বাসে যাতায়াত করা নিত্যযাত্রীরা ফোন থেকে সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই এই তারকার কোনও না কোনও ছবি রোজই চোখে পড়ে। কিন্তু এই ছোটবেলার ছবি দেখে তাঁকে চেনার উপায় নেই।
উপরের ছবি দেখে আপনি কী বুঝতে পারলেন, এই দুই বোন কারা? এবার একটু সূত্র ধরিয়ে দেওয়া যাক। এই দুই বোনের দু’জনেই অভিনেত্রী। বড় বোন অবশ্য অভিনেত্রীর পাশাপাশি জনপ্রিয় মডেলও বটে। ছোট বোন এক সময়েপর পর সিনেমায় অভিনয় করলেও এখন একটু দূরে। তবে খবরে থাকেন দুই বোনই।
(আরও পড়ুন: ‘৩০ এপ্রিল খুন করা হবে সলমনকে’, মুম্বই পুলিশে হুমকি ফোন করে হেফাজতে নাবালক)
কি বোঝা গেল, তাঁরা কারা?
এখনও যদি না বুঝে থাকেন, তাহলে আরও একটি সূত্র দেওয়া যাক। নিজের ফিটনেসের ভিডিয়োর কারণে তিনি মাঝে মধ্যেই আলোচনায় আসেন। তার পাশাপাশি তাঁর প্রেমও সোশ্যাল মিডিয়ায় বড় আলোচনার বিষয়। আগে বিবাহিত ছিলেন। বিয়ে ভেঙেছে। এখন চুটিয়ে প্রেম করছেন। এবং আবারও বিয়ে করতে পারেন বলে জানিয়েছেন হালে।
(আরও পড়ুন: বিবাহিতদের প্রেমে পড়েছেন, এই ৯ বলিউড তারকার গায়ে রয়েছে ‘ঘর ভাঙানি’র তকমা)
এবার তো পরিষ্কার?
হ্যাঁ, একেবারেই ঠিকই ধরেছেন। তিনি মালাইকা অরোরা। সঙ্গে তাঁর বোন অমৃতা।
১০ এপ্রিল ছিল ‘ভাইবোন’ দিবস বা সিবলিং ডে। সেই উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় দুই বোনের ছোটবেলার ছবি দিয়েছেন মালাইকা। আর সেটিই বিশাল ভাইরাল হয়ে গিয়েছে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest entertainment News Click Here