দুই ‘ফেলুদা’ এক ফ্রেমে! পুরনো ছবিতে সৌমিত্র-শশীকে দেখে মুগ্ধ ভক্তরা
১৯৬৫ সালের বার্লিন চলচ্চিত্র উৎসবের একটি ছবি ভাইরাল হয়েছে সম্প্রতি। সেখানে এক ফ্রেমে সৌমিত্র চট্টোপাধ্যায়, শশী কাপুর সহ মধুর জাফরি, ফেলিসিটি কেন্ডালকে দেখা যাচ্ছে। আলিয়া ভাটের মা, সোনি রাজদান সম্প্রতি এক ভক্তের শেয়ার করে এই ছবিতে রিঅ্যাক্ট করেছেন। সেখানে এই তারকাদের রেড কার্পেটে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।
ছবিতে শশী কাপুরের পরনে খয়েরি কুর্তা এবং সাদা পায়জামা দেখা যাচ্ছে। সঙ্গে তিনি কালো জুতো পরেছেন ম্যাচ করে। অন্যদিকে সৌমিত্র চট্টোপাধ্যায়ের পরনে আছে সাদা রঙের একটি কোট, কালো প্যান্ট এবং জুতো। ফেলিসিটির পরনে বেগুনি রঙের পোশাক এবং গাউন। তিনি সম্পর্কে শশীর শ্যালিকা। অন্যদিকে মধুরকে সবুজ রঙের একটি শাড়িতে দেখা যাচ্ছে এই ছবিতে।
যে ব্যক্তি এই ছবিটি টুইটারে শেয়ার করেছেন তিনি এটির ক্যাপশনে লেখেন, ‘গ্রেসের সঙ্গে কী করে রেড কার্পেট হাঁটতে হয় ওঁরা দেখিয়েছিলেন। এযাবৎকালের সেরা ছবি। ১৯৬৫ সালের বার্লিন চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে সৌমিত্র চট্টোপাধ্যায়, শশী কাপুর সহ মধুর জাফরি, ফেলিসিটি কেন্ডাল। এই উৎসবে সত্যজিৎ রায়ের চারুলতা সেরা পরিচালকের পুরস্কার পেয়েছিল। মধুর জাফরি জেমস আইভরির শেক্সপিয়র ওয়াল্লাহ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান।’ সোনি রাজদান এই পোস্টে রিঅ্যাক্ট করে লেখেন, ‘উফ! ওঁদের কী লাগছে!’
বহু ব্যক্তি এই পোস্টে নিজেদের মতামত জানিয়েছেন। একজন লেখেন, ‘ওদের সবাইকে কী সম্ভ্রান্ত লাগছে।’ আরেকজন লেখেন, ‘দুই ফেলুদা এক ফ্রেমে! আর এঁরাই এই চরিত্রটা সেরা ভাবে পর্দায় ফুটিয়ে তুলেছিলেন।’ অন্য একজন ব্যক্তি লেখেন, ‘এটাকেই ক্লাস বলে!’
শশী ১৯৪৮ সালে দাদা রাজ কাপুরের আগ ছবির মাধ্যমে কেরিয়ার শুরু করেন একজন চাইল্ড আর্টিস্ট হিসেবে। তাঁকে পূর্ণবয়স্ক হিসেবে মূল চরিত্রে দেখা যায় যশ চোপড়ার ধর্মপুত্র ছবিতে। এরপর তিনি একাধিক হিট ছবি উপহার দিয়েছেন।
অন্যদিকে সৌমিত্র সত্যজিৎ রায়ের অপুর সংসার ছবির মাধ্যমে ডেবিউ সারেন ১৯৫৯ সালে। এরপর তাঁকে চারুলতা, অভিযান, জয় বাবা ফেলুনাথ, সোনার কেল্লা, হীরক রাজার দেশে, ইত্যাদি ছবিতে দেখা গিয়েছে।
For all the latest entertainment News Click Here