দুই প্রধানের অপমান! দিবুর সামনে ভেসে উঠল ATK মোহনবাগান-SC ইস্টবেঙ্গলের লোগো
এমিলিয়ানো মার্টিনেজের সামনে তুলে ধরা হল ভারতীয় ফুটবলের দুই শক্তিশালী ক্লাব ইস্টবেঙ্গল ও মোহনবাগানের ভুল লোগো। দুই প্রধান যখন মার্টিনেজকে বরণ করতে যাবেন তখনই দেখা গেল এমন বড় ভুল। আসলে মার্টিনেজের পিছনে যে এলইডি চলছিল তাতে দেখান হল মোহনবাগান সুপার জায়ান্টসের নতুন লোগোর বদলে এটিকে মোহনবাগানের লোগো। অন্যদিকে ইস্টবেঙ্গলের জায়গায় দেখা গেল এসসি ইস্টবেঙ্গলের লোগো। অনেকেই বলতে পারেন ভুলটা ছোট এড়িয়ে যাওয়া উচিত, কিন্তু যাঁরা জানেন এই এটিকে ওঠাতে সবুজ মেরুন সমর্থককে কত লড়াই করতে হয়েছিল তারা এই ভুলটাকে ছোট বলবেন না।
কারণ এই এটিকে মোহনবাগানের লোগো নিয়েই দিনের পর দিন ক্লাবের কর্তারা, ক্লাবের সমর্থকেরা লড়াই করেছেন, কত প্রতিবাদ, কত আন্দোলন, কত লড়াই। কখন পুলিশের কাছে তাড়া তো, কখনও হাতহাতি, লাঞ্ছনা অনেক কিছু সহ্য করতে হয়েছিল বাগান সমর্থকদের। তারপের গিয়ে উঠেছিল এটিকে। একদিন আগেই মোহনবাগানের নুন লোগো প্রকাশ করা হয়েছিল। সবুজ মেরুন সমর্থকদের মুখে হাসি ফুটে উঠেছিল। তারা জানে ত বড় যুদ্ধ তারা জয় করেছিল। কিন্তু এমিলিয়ানো মার্টিনেজের কাছে এটিকে মোহনবাগানের লোগো দেখিয়ে সব লড়াইকে যেন ছোট করে দিলেন উদ্যোক্তারা।
একই ছবি ধরা পড়েছিল ইস্টবেঙ্গলের ক্ষেত্রেও। তাদের নতুন লোগোর জায়গায় এসসি ইস্টবেঙ্গেলের লোগো প্রকাশ করা হয়। সেই সময়ে মঞ্চে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকাররা। তারা তখন আর্জেন্তিনার তারকাক নিজেদের লাল হলুদ জার্সি পরিয়ে দিতেই ব্যস্ত ছিলেন। তখন তারা এমিলিয়ানো মার্টিনেজের সঙ্গে ছবি তুলতেই তো ব্যস্ত। এমন অবস্থায় তাদের পিছনে ভেসে উঠল এসসি ইস্টবেঙ্গলের লোগো।
এই ভুল ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত? তা এখনও জানা যায়নি। কোনপক্ষই এই বিষয় নিয়ে এখনও মুখ খোলেনি। তবে এমন ভুলটা বাংলার দুই প্রধানের ভক্তেরা মেনে নেবেন না। কারণ তাঁরা বহু লড়াই করে আজ এই জায়গায় এসেছে। তাদের মুখে হাসি ফুটে উঠেছে। এন অবস্থায় এমন ভুলে বিশ্ব দরবারে তাদের লড়াইকে ছোট করে দেওয়া হল। একদিন আগেই লোগো প্রকাশিত হয়েছে মোহনবাগান সুপার জায়েন্টের। তাতে জ্বলজ্বল করছে প্রতিষ্ঠা সাল ‘১৮৮৯’। আর মোহনবাগানের যেই লোগো দেখান হল তাতে তো সে সব কিছুই ছিল না। যে এটিকে নামের প্রতি বিরাগ মোহন জনতা, সেই এটিকে ভেসে উঠল আর্জেন্তিনার বিশ্বকাপ জয়ী তারকার পিছনে থাকা এলইডিতে।
এই বিষয়টা নিয়ে বেশ ক্ষুব্ধ মোহনবাগান জনতা। মার্টিনেজের আগমণে যে আনন্দ তৈরি হয়েছিল তা যেন এক মহূর্তে ক্ষোভে ফেটে উঠল। ইস্টবেঙ্গলের ক্ষেত্রেও একই গল্প দেখা গেল। যখন মার্টিনেজকে লাল হলুদ জার্সি পরাচ্ছেন দেবব্রত সরকাররা তখন এলইডিতে ভেসে উঠল এসসি ইস্টবেঙ্গলের লোগো। মার্টিনেজের সামনে ইমামিকে দেখানো হল না। বরং মার্টিনেজের সৌজন্যে ইস্টবেঙ্গলের সামনে জায়গা পেল শ্রী সিমেন্টের এসসির লোগো। লাল-হলুদ, সবুজ মেরুন দুই দলের সমর্থকদের লক্ষ্য আপাতত আয়োজকরা। মার্টিনেজকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত অবশ্য এই বিষয়ে এখনও কোনও বক্তব্য রাখেননি।
For all the latest Sports News Click Here