দুই দশক ধরে কলকাতার ছবিতে কাজের অফার! তবুও কেন কাজ করতে পারছেন না ফিরদৌস?
বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ফিরদৌস আহমেদ। দুই বাংলার ছবিতে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা কুড়িয়েছেন তিনি। প্রায় দুই দশক ধরে ভারতের কোনও বাংলা ছবিতে কাজ করেননি অভিনেতা। সম্প্রতি বাংলাদেশের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, কলকাতা থেকে ২০ বছর ধরে ছবির প্রস্তাব পেলেও কাজের সময় পাচ্ছেন না তিনি।
২০১৯ সালে লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে নেমেছিলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ফিরদৌস আহমেদ। প্রচারে নামার পর থেকে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। সেই ঘটনায় জেরে নানান সমস্যার থেকে বাতিল হয়ে যায় অভিনেতার ভিসা। যার ফলে আড়াই বছরের বেশি সময় ভারতে প্রবেশ করতে পারেননি তিনি।
২০২১ সালের নভেম্বর মাসে ফেরদৌসের নিষেধাজ্ঞা তুলে নেয় ভারত সরকার। অবশেষে চলতি বছর ২২ জানুয়ারি ভারতে পা রাখেন অভিনেতা। চার দিন থেকে নিজের দেশে ফিরে যান। বাংলাদেশের সংবাদমাধ্যমক ‘সমকাল’কে দেওয়া সাক্ষাৎকারে ফিরদৌস জানিয়েছেন, ‘গত বিশ বছর ধরে কলকাতার ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়ে আসছি। দেশেই অনেক সিনেমায় অভিনয় করছি। কলকাতার ছবিতে কাজের সময় কোথায়। তবে কলকাতার কয়েকজন নির্মাতা আমাকে কাজের প্রস্তাব দিয়েছেন। গল্প ও চরিত্র নিয়ে কথা হচ্ছে।’ আরও পড়ুন: তিন সন্তান নিয়ে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে কণিকা, লন্ডনে গায়িকার মেহেন্দির ছবি
প্রসঙ্গত, ভক্তদের সঙ্গে যোগাযোগের জন্য ফেসবুকে ভেরিফায়েড অফিশিয়াল ফ্যান পেজ রয়েছে অভিনেতার। তিনি জানিয়েছেন, ‘নিজে সামাজিকমাধ্যমে ততটা সক্রিয় না থাকতে পারি, কিন্তু আমার ভক্তদের তো জানার অধিকার আছে আমি কী করছি, না করছি। সেই চিন্তা থেকেই এটি খোলা।’
বাংলাদেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অভিনেতা ফিরদৌস, খ্যাতি পেয়েছিলেন ১৯৯৮ সালে কলকাতার বাসু চট্টোপাধ্যায়ের ‘হঠাৎ বৃষ্টি’ ছবিতে অভিনয় করে। কলকাতায় এই পর্যন্ত ৫০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। ২০০১ সালে ‘মিট্টি’ নামে বলিউডের একটি সিনেমাতেও অভিনয় করেন। ফের কি টলিউডের ছবিতে কাজ করতে দেখা যাবে অভিনেতাকে? তা অবশ্য সময়ই উত্তর দেবে।
For all the latest entertainment News Click Here