দুই তারকাকে নিয়ে অস্বস্তিতে RCB, একজন অনিশ্চিত প্রথম ম্যাচে, অন্যজন প্রথমার্ধে!
আইপিএল শুরুর আগে ক্রিকেটারদের চোট-আঘাত সমস্যায় বেশ চাপে দেখাচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। সমস্যা মূলত দুই অজি তারকাকে নিয়ে। চোট এখনও সেরে না ওঠায় আইপিএলের প্রথম দিকের বেশ কিছু ম্যাচে মাঠে নামতে পারবেন না জোশ হ্যাজেলউড। অন্যদিকে একশো শতাংশ ফিট নন বলে মুম্বইয়ের বিরুদ্ধে আরসিবির প্রথম ম্যাচে মাঠে নামা অনিশ্চিত গ্লেন ম্যাক্সওয়েলের।
হ্যাজেলউড অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াডের সঙ্গে ভারত সফরে আসেন। তবে বর্ডার-গাভাসকর ট্রফির কোনও ম্যাচ না খেলেই দেশে ফিরে যান। তাঁর চোট এখনও সেরে ওঠেনি। উল্লেখযোগ্য বিষয় হল, গত জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিডনি টেস্টের পর থেকে মাঠের বাইরে রয়েছেন হ্যাজেলউড। তিনি এখনও অস্ট্রেলিয়াতেই রয়েছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর শিবিরে যোগ দেননি।
ক্রিকেট অস্ট্রেলিয়ার মেডিক্যাল টিমের পরামর্শ নিচ্ছেন জোশ। তবে তিনি পরের দিকে আইপিএলে মাঠে নামতে আগ্রহী। হ্যাজেলউড আইপিএলে মাঠে নামতে উদগ্রীব হলেও তিনি এও জানিয়েছেন যে, তাঁর কাছে টেস্ট ক্রিকেটই অগ্রাধিকার পাচ্ছে। আইপিএলের পরেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও অ্যাসেজ সিরিজ রয়েছে অস্ট্রেলিয়ার। সেই নিরিখে পুরোপুরি ফিট না হলে নিশ্চিতভাবেই ইন্ডিয়ান প্রিমিয়র লিগে মাঠে নেমে পড়ার ঝুঁকি নেবেন না অজি তারকা।
আরও পড়ুন:- অঙ্কে ৫১, সোশ্যাল সায়েন্সে ৮১, IPL 2023-এর আগে ইন্টারনেটে ঝড় তুলল বিরাট কোহলির ক্লাস টেনের মার্কশিট
২০২২ সালের মেগা আইপিএল নিলাম থেকে হ্যাজেলউডকে ৭.৭৫ কোটি টাকায় দলে নেয় আরসিবি। গত মরশুমে ব্যাঙ্গালোরের হয়ে ১২টি ম্যাচে মাঠে নেমে ২০টি উইকেট নেন তিনি। হ্যাজেলউড গতবছর আরসিবির দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন।
অন্যদিকে গ্লেন ম্যাক্সওয়েল পা ভাঙার পরে সুস্থ হয়ে মাঠে ফেরেন বটে, তবে তাঁর ফিট হয়ে উঠতে প্রত্যাশার থেকে বেশি সময় লাগছে বলে দাবি ডাক্তারদের। ভারতের বিরুদ্ধে ৩ ম্যাচের সিরিজের ১টি মাত্র ওয়ান ডে ম্যাচে মাঠে নামেন তিনি। ম্যাক্সওয়েলের পায়ের চোট এখনও পুরোপুরি সেরে ওঠেনি। তাই মুম্বইয়ের বিরুদ্ধে টুর্নামেন্টের প্রথম ম্যাচে অজি অল-রাউন্ডারের মাঠে নামা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
আরও পড়ুন:- IPL 2023: সুযোগ হচ্ছে না মাঠে নামার, বাধ্য হয়েই আইপিএলে ধারাভাষ্য দেবেন এই সব ‘অ্যাক্টিভ’ ক্রিকেটার
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবছর তাদের আইপিএল অভিযান শুরু করবে ২ এপ্রিল অর্থাৎ, টুর্নামেন্টের তৃতীয় দিনে। ঘরের মাঠে তাদের প্রথম প্রতিপক্ষ পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। আরসিবি তাদের প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলবে ৬ এপ্রিল। ইডেনের সেই ম্যাচে কোহলিদের প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here