‘দুঃখজনক ও লজ্জাজনক’, করমণ্ডল দুর্ঘটনায় টুইট বিবেকের, কী লিখলেন সলমন, করিনারা?
ঘটনাস্থল ওড়িশার বালেশ্বর। শনিবার রাতে আচামকাই এসেছিল করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনার খবর। খেলনা গাড়ির মতোই উলটে-পালটে যায় ট্রেনের একাধিক বগি। ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনায় ক্রমাগত বাড়ছে মৃতের সংখ্যা। ঘটনায় শোকপ্রকাশ করেছেন বলিপাড়ার একাধিক তারকা। পরিচালক বিবেক অগ্নিহোত্রী থেকে অভিনেতা সলমন খান, মনোজ বাজপেয়ী, করিনা কাপুর সহ বহু তারকা সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া দিয়েছেন।
সংবাদসংস্থা ANI-এর একটি ভিডিয়ো টুইট করে পরিচালক বিবেক অগ্নিহোত্রী লিখেছেন, ‘দুঃখজনক এবং অত্যন্ত লজ্জাজনক। কীভাবে ৩টি ট্রেনের সংঘর্ষ হয়? কে দায় নেবে? সকল পরিবারের জন্য প্রার্থনা করছি। ওম শান্তি।
মনোজ বাজপেয়ী টুইটারে লেখেন, ’এত ভয়ঙ্কর! এত দুঃখজনক!’ সানি দেওল লেখেন, ‘ওড়িশার বালেশ্বরে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার কথা জেনে ভীষণভাবে কষ্ট পেয়েছি। এই ট্রেন দুর্ঘটনায় যাঁরা মারা গিয়েছেন তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল এবং আহতদের দ্রুত আরোগ্যের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি।’ সলমন খান লেখেন, ‘দুর্ঘটনার কথা শুনে সত্যিই দুঃখিত, ঈশ্বর মৃতদের আত্মাকে শান্তি দিন, এই দুর্ভাগ্যজনক দুর্ঘটনা থেকে পরিবার ও আহতদের রক্ষা করুন এবং শক্তি দিন’। পরিণীতি চোপড়া লেখেন, ‘ওড়িশার ভয়াবহ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সবার জন্য আমি প্রার্থনা করছি। পরিবার, বন্ধুবান্ধব এবং প্রিয়জনদের পাশে দাঁড়াতে তাঁরা শক্ত হোন। যত তাড়াতাড়ি সম্ভব আরোগ্য কামনা করছি। ঈশ্বর সকলকে আশীর্বাদ করুন।’ শোক প্রকাশ করেন সোনু সুদ। চিরঞ্জিবী লেখেন, ‘ওরিশায় করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় হতবাক! আমার হৃদয় শোকাহত পরিবারের সঙ্গেই রয়েছে। বুঝতে পারছি, আহতদের জীবন বাঁচাতে এখন জরুরি ভিত্তিতে রক্তের চাহিদা রয়েছে। আমাদের সমস্ত অনুরাগী এবং আশেপাশের এলাকার সকলের কাছে সাহায্যের হাত বাড়ানোর আবেদন করছি।
এছাড়াও করিনা কাপুর, বরুণ ধাওয়ান, দিয়া মির্জা, মাসাবা সহ অনেকেই ইনস্টাস্টোরিতে দুর্ঘটনার জন্য শোকপ্রকাশ করেন। হেল্পলাইন নম্বর শেয়ার করেন।
দুর্ঘটনা ঘটে শুক্রবার সন্ধ্যা ৭টা নাগাদ। শালিমার চেন্নাই করমণ্ডল এক্সপ্রেসের ১০-১২টি কোচ লাইনচ্যুত হয়ে যায়। মালগাড়ির সঙ্গে ধাক্কা লাগে ওই ট্রেনের। সেসময় পাশ দিয়ে যাচ্ছিল বেঙ্গালুরু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। সেটির সঙ্গেও ধাক্কা লেগে যায়। শনিবার সকাল পর্যন্ত মৃত্যুর সংখ্যা ২০০ ছাড়িয়েছে বলে জানা যাচ্ছে, আহতর সংখ্যা প্রায় ১০০০।
For all the latest entertainment News Click Here