দীর্ঘ ৯ মাস পরে হার মেসি-নেইমারহীন PSG-র
শেষ হয়েছে বিশ্বকাপ। শুরু ক্লাবের লড়াই। বিশ্বকাপ জিতেছেন লিওনেল মেসি কিন্তু তাঁর ক্লাব পিএসজি গত বছরের ২০ মার্চের পর প্রথম হারের মুখ দেখল। বিশ্বকাপ শেষ হলেও এখনও পিএসিজ দলে যোগ দেননি মেসি ও নেইমার। তাঁদের ছাড়াই মাঠে নামতে হয় পিএসজিকে। রবিবার ৩-১ গোলে লেন্সের কাছে হারতে হল।
খেলা শুরুর ৫ মিনিটের মাথায় লেন্সের হয়ে প্রথম গোল করেন প্রজেমিস্লো ফ্রাঙ্কোস্কি। এরপরে ৩ মিনিটের মধ্যে গোল শোধ করে পিএসজি। পিএসজির হয়ে গোল করেন হুগো একিটিক। আক্রমণ প্রতি আক্রমণ জমে ওঠে খেলা। ২৮ মিনিটের মাথায় ফের একটি গোল করে লেন্স। লুইস ওপেন্ডার গোলে এগিয়ে যায় লেন্স। তারপর থেকে ম্যাচের নিয়ন্ত্রণ লেন্সের কাছেই থাকে। ২-১ প্রথমার্ধ শেষ হয়।
দ্বিতীয়ার্ধের শুরুতে ফের গোল করে লেন্স। ৪৭ মিনিটের মাথায় গোল করেন মাউরিস। এরপর আর কোনও ভাবেই ম্যাচের মধ্যে ফিরতে পারেনি পিএসজি। বলা ভালো লেন্সের কাছে ল্যাজে গোবরে পরিস্থিতি মধ্যে পড়তে হয় মেসি, নেইমারদের ক্লাবকে। পিএসজি শেষ হারে নয় মাস আগে। লিগ ওয়ানে মনোকোর কাছে ৩-০ তে হারে।
ম্যাচের পরে পিএসজি কোচ ক্রিস্টোফার গাল্টিয়ার বলেছেন,’ আমরা এই ম্যাচে মেসি নেইমারকে ছাড়াই নেমেছিলাম। তবে হারের জন্য কোনও অজুহাত দিচ্ছি না। লেন্স এই ম্যাচের যোগ্য দল হিসেবে জিতেছে।’ লেন্স কোচ ফ্রাঙ্ক হাইসি বলেছেন, ‘এই জয় প্রমাণ করে আমরা এই চ্যাম্পিয়নশিপে যে কাউকে হারাতে পারি।’
এই ম্যাচ লিওনেল মেসি ও নেইমার খেলেননি। কিন্তু ছিলেন বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ী কিলিয়ান এমবাপে। লেন্সের সমর্থকরা তাঁকে দারুণভাবে অভ্যর্থনা জানান। পিএসজি কোচ গাল্টিয়ার বলেন, ‘আশা করি নেইমার যখন দলে যোগ দেবে তখন পিএসজি সমর্থকদের থেকে এরকম অভ্যর্থনা পাবে।’ তিনি বলেন, ‘মেসি ৩ জানুয়ারি আমাদের সঙ্গে যোগ দেবে। আমি আশা করি লিওকে ভালভাবে অভিনন্দন জানাবে। সে খুব ভাল খেলে সবচেয়ে সুন্দর ট্রফি জিতেছে। আমরা জানি সে একজন দুর্দান্ত খেলোয়াড় তাই আমরা আশা করি সমর্থকরা তাঁকে স্বাগত জানাবে।’
For all the latest Sports News Click Here