দীর্ঘ ১২ বছর পরে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জিতল লাতিন আমেরিকার দল, চ্যাম্পিয়ন উরুগুয়ে
গত দুবার অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে উঠেও ট্রফি জয় অধরাই থেকে গিয়েছিল উরুগুয়ের কাছে। সেই অধরা যুব বিশ্বকাপের ট্রফি জয়ের স্বাদ ২০২৩ সালে মিটিয়ে নিল লাতিন আমেরিকার এই দেশটি। ফলে বিশ্বকাপ জেতার আক্ষেপ ঘুচল তাদের। অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপের শিরোপা মাথায় তুলল উরুগুয়ে। রবিবার অনুষ্ঠিত ফাইনালে এস্তাদিও সিউদাদ দে লা প্লাটা স্টেডিয়ামে ইতালিকে ১-০ গোলে হারিয়েছে তারা। ইতালিকে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপ শিরোপার স্বাদ পেল লাতিন আমেরিকার দলটি। ২০১১ সালে ব্রাজিল এই ট্রফি শেষবার জয় করেছিল। তারপর লাতিন আমেরিকার আর কোনও দেশ দীর্ঘ বছর এই বিশ্বকাপ জয়ের স্বাদ পায়নি। অবশেষে ২০২৩-এ উরুগুয়ের হাত ধরে ঘুচল সেই ট্রফি খরা।
আরও পড়ুন… WTC Final: কোহলিকে আউট করতেই বুঝেছিলাম- জয়ের টার্নিং পয়েন্ট নিয়ে মুখ খুলেন মিচেল স্টার্ক
চলতি বছরের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের আসর বসেছিল আর্জেন্তিনাতে। ফাইনালে উরুগুয়ে মুখোমুখি হয়েছিল ইউরো কাপ জয়ী ইতালির বিরুদ্ধে। অবশ্য সিনিয়রদের বিশ্বকাপ ফাইনালে পৌঁছে ট্রফি জয় করলেও যুব বিশ্বকাপে এই প্রথম ফাইনালে পৌঁছেছিল আজ্জুরিরা। কিন্তু প্রথমবার ফাইনালে পৌঁছলেও ট্রফি জয় অধরাই থেকে গেল ইউরোপের দেশটির। উরুগুয়ের কাছে ১-০ গোলের ব্যবধানে হারতে হল তাঁদের। উরুগুয়ের হয়ে নির্ধারিত সময়ে ম্যাচ শেষ হওয়ার চার মিনিট আগে জয়সূচক গোলটি করেন লুসিয়ানো রদ্রিগেজ। এই গোলেই ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে যায়।
উল্লেখ্য, চলতি যুব বিশ্বকাপে ভাগ্যের সহায়তায় সুযোগ পায় আর্জেন্টিনা। সেই সুযোগ তারা কাজে লাগাতে ব্যর্থ হয়। দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছিল মেসির দেশকে। লাতিন আমেরিকার অপর দেশ ব্রাজিল অবশ্য কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যায়। তবে এবারের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শুরু থেকেই দারুণ ছন্দে ছিল উরুগুয়ে। পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে হারিয়ে সেমিতে আসা ইসরাইলকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠেছিল তারা। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা অ্যান্ডারসন দুয়ার্তেও উরুগুয়ের খেলোয়াড়।
আরও পড়ুন… WTC 2023: ফাইনাল হারলেও ভারত জিতল কোটি কোটি টাকা! দেখে নিন কোন দল কত আয় করল
অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল প্রয়াত কিংবদন্তী ফুটবলার দিয়াগো আর্মান্দো মারাদোনা স্টেডিয়ামে। ম্যাচ শুরু হওয়ার সময় থেকেই লাতিন আমেরিকার দেশটি আক্রমণের তেজ বাড়িয়ে ক্রমশ চেপে ধরে ইতালিকে। হলে কি হবে ইতালির বিশ্বখ্যাত ডিফেন্সে বার বার প্রতিহত হয় সুয়ারেজ-কাভানিদের দেশের আক্রমণ। অবশেষ রদ্রিগেজের গোলে ট্রফি জয় করতে সক্ষম হয় উরুগুয়ে। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধেও গোল করতে ব্যর্থ হচ্ছিল উরুগুয়ের ফুটবলাররা। এক সময় মনে হচ্ছিল, ম্যাচটি গড়াবে অতিরিক্ত সময়ে। তবে ম্যাচের নির্ধারিত সময়ের ৪ মিনিট আগে লুসিয়ানো রদ্রিগেজ গোল করে দলকে এগিয়ে দেন। এরপর আর কোনও দল গোল করতে না পারায় ম্যাচে ১-০ তে জয়ী হয়ে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ২০২৩ চ্যাম্পিয়ন হয় উরুগুয়ে।
For all the latest Sports News Click Here