দীর্ঘদিন ম্যাচ খেলবেন না, তাও দলীপ ট্রফি না খেলে ফিট থাকতে NCA-তে যাচ্ছন ইশান
সামনের মাসেই ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে ভারতীয় দল। তার আগে ভারতের উইকেট কিপার-ব্যাটর ইশান কিষাণ ও আরও কয়েকজন ক্রিকেটারকে আগামী সপ্তাহে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে নিজেদের স্ট্রেংথ এবং কন্ডিশনিং সম্পর্কিত বিষয়ে পরীক্ষার জন্য যোগ দিতে বলা হয়েছে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে উড়ে যাওয়ার আগে তাদেরকে ফিটনেস পরীক্ষা দিতে হবে বলে জানা গিয়েছে।
ভারত ১২ জুলাই থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি টেস্ট ম্যাচের সিরিজ খেলবে। তারপর রয়েছে তিনটি ওডিআই এবং পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল আগামী ৩ জুলাই রওনা দেবে। সাধারণত যখন দুটি আন্তর্জাতিক সিরিজের মধ্যে ব্যবধান থাকে তখন ক্রিকেটারদের এনসিএতে ডাকা হয়। সেই সময় ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ ক্রিকেটাররা যারা কোনও ঘরোয়া টুর্নামেন্টের সঙ্গে যুক্ত নন, তাদের ফিটনেস কেমন তা জানার জন্য এনসিএ-তে যোগ দিতে বলা হয়। আগামী ২৮ জুন থেকে শুরু হবে দলীপ ট্রফি। এবং ফাইনাল হবে ১২-১৬ জুলাই এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। ইতিমধ্যেই সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, কিষাণ ঘরোয়া মরশুম থেকে বেরিয়ে এসেছেন। তাই স্বাভাবিকভাবেই জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ডাক পড়েছে তাঁর।
ইস্ট জোন এবং সেন্ট্রাল জোনের প্রথম কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত হবে বেঙ্গালুরুতে। যদি ইশান ক্যারিবিয়ানদের বিরুদ্ধে জাতীয় দলের হয়ে উড়ে যান তা সত্ত্বেও ২৪ বছর বয়সী এই উইকেট কিপার ব্যাটারের কাছে দলীপ ট্রফি খেলার একটি সুযোগ রয়েছে। তবে তিনি খেলবেন না বলেই জানা গিয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের হারের সঙ্গে সঙ্গেই উইকেটকিপার ব্যাটার কেএস ভরতের হতাশাজনক ব্যাটিং পারফরম্যান্স ইশান কিষাণের কাছে টেস্ট দলে প্রথম একাদশে জায়গা পাওয়ার সুযোগ করে দিয়েছে। তবে দলীপ ট্রফি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তে তাঁর টেস্ট খেলার মানসিকতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
ক্রিকেটারের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ‘ইশান গত ডিসেম্বর থেকে নিয়মিতভাবে ভারতীয় দলের অংশ হয়ে রয়েছেন। আবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দলে থাকায় দেশে আসার পর কিছুদিনের বিরতি নিয়েছেন।’ সেই ঘনিষ্ঠ সূত্র এখানে না থেমে আরও বলেন, ‘তিনি আগামী সপ্তাহের প্রথম দিনই এনসিএ-তে ফিটনেস পরীক্ষা করাবেন। এবং ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য তাঁর প্রশিক্ষণ এবং প্রস্তুতির দিকে মনোনিবেশ করবেন।’
For all the latest Sports News Click Here