দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটিয়ে ৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে লঙ্কা প্রিমিয়র লিগ
শুভব্রত মুখার্জি: গোটা শ্রীলঙ্কা জুড়েই এই মুহূর্তে চলছে রাজনৈতিক এবং অবশ্যই অর্থনৈতিক অনিশ্চয়তা। সেই অনিশ্চয়তার কথা মাথায় রেখেই বারবার স্থগিত করা হয়েছে এই মরশুমের লঙ্কা প্রিমিয়র লিগ। তবে এবার দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটিয়ে ডিসেম্বর মাসেই বসতে চলেছে এবারের লঙ্কান প্রিমিয়র লিগের আসর। বিষয়টি কাল অর্থাৎ মঙ্গলবারেই নিশ্চিত করা হয়েছে আয়োজকদের তরফে।
আরও পড়ুন: কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জয় ভবানী দেবীর
আয়োজকদের তরফে জানানো হয়েছে ৬ ডিসেম্বর থেকে শুরু হবে এবারের আসর। চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। উল্লেখ্য এবারের মরশুম লঙ্কা প্রিমিয়র লিগের তৃতীয় আসর হওয়ার কথা ছিল। অগস্ট মাসেই বসার কথা ছিল এবারের আসরের। তবে দেশের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে তা স্থগিত করা হয়েছিল। এই লিগের আয়োজক সামান্থা দুদানওয়ালা মিডিয়াকে জানিয়েছেন ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এবারের এলপিএল অনুষ্ঠিত হবে ডিসেম্বরের ৬-২৩’র মধ্যে।’ পাশাপাশি এলপিএলের প্রোমোটার আইপিজি গোষ্ঠীর তরফেও বিষয়টি টুইটারে নিশ্চিত করা হয়েছে।
তবে এলপিএলের নয়া তারিখ ঘোষণা করা হলেও আদৌও নয়া প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে কিনা সেই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী আয়োজকদের হাতে দুটি অপশন রয়েছে। এক নতুন করে প্লেয়ার্স ড্রাফট করা। দুই যে ক্রিকেটাররা রয়েছেন তাদের নিয়েই এবারের আসর অনুষ্ঠিত করা। শ্রীলঙ্কার আন্তর্জাতিক সূচির মাঝে যে একটু ফাঁকা সময় থাকছে সেই সময়তেই অনুষ্ঠিত হবে এবারের আসর। নভেম্বরে লঙ্কানরা ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ দলের বিরুদ্ধে খেলবে। ডিসেম্বর-জানুয়ারি মাসে তারা ভারতের বিরুদ্ধে ভারতে এসেই একটি একদিনের সিরিজ খেলবে।
For all the latest Sports News Click Here