দীপিকার ঘোষণায় মঞ্চে টিম RRR! নাটু নাটু-র পারফরমেন্সে মিলল উঠে দাঁড়িয়ে হাততালি
অস্কারের মঞ্চে RRR সিনেমার নাটু নাটু-র লাইভ পারফরমেন্স নিয়ে এবার প্রথম থেকেই ছিল উত্তেজনা তুঙ্গে। দীপিকা পাড়ুকোন, যিনি এবার অস্কারের অন্যতম প্রেসেন্টর, নাটু নাটু-র ঘোষণা করেন স্টেজে। এই গানটি এবারের ‘সেরা মৌলিক গান’ বিভাগে মনোনীতও হয়েছে। পারফরমেন্স শেষ হলে উপস্থিত দর্শকদের থেকে ভালোবাসা পায় এই পারফরমেন্স। উঠে দাঁড়িয়ে হাততালি দেয় উপস্থিতরা।
সোমবার (ভারতীয় সময়) অস্কারের রেড কার্পেটে হাঁটেন RRR টিম। যাতে ছিলেন পরিচালক এসএস রাজামৌলি , অভিনেতা রাম চরণ এবং জুনিয়র এনটিআর এবং কালা ভৈরব এবং রাহুল সিপলিগঞ্জ। নাটু নাটু গায়ক রাহুল সিপলিগঞ্জ এবং কালা ভৈরব গানটি গান মঞ্চে।
লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে আপাতত চলছে ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠান। এর আগে জানুয়ারিতে নাটু নাটু সেরা মৌলিক গান বিভাগে গোল্ডেন গ্লোব জিতেছে। পাঁচ দিন পর, RRR ক্রিটিক চয়েস অ্যাওয়ার্ডের 28তম সংস্করণে আরও দুটি পুরস্কার জিতে নেয়। একটি সেরা গানের জন্য এবং অন্যটি সেরা বিদেশী ভাষার চলচ্চিত্রের জন্য। তারপর থেকে, আরআরআর এবং নাটু নাটু গ্লোবাল চার্টে শীর্ষে রয়েছে।
প্রসঙ্গত, এসএস রাজামৌলি পরিচালিত পিরিয়ড ফিল্ম RRR থেকে ‘নাটু নাটু’ গানটিতে সুর করেছেন এমএম কিরাভানি। RRR দুই দশকেরও বেশি সময়ের মধ্যে প্রথম ভারতীয় চলচ্চিত্র যা একাডেমি পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। নাটু নাটু প্রথম ভারতীয় গান যা অস্কারে মনোনীত হয়েছে।
আপাতত গোটা দেশ আশায় বুক বেঁধেছে বারতে অস্কার আসার। এখন দেখার সে ইচ্ছে আদৌ পূরণ হয় কি না এই দক্ষিণী ছবির হাত ধরে। যাতে অভিনয় করেছিলেন বলিউডের আলিয়া ভাটও। ছবির ব্যবসায়িক সাফল্যও ছিল দেখার মতো।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here