দীপক চাহারের স্ত্রী জয়া ভরদ্বাজের সঙ্গে ১০ লক্ষ টাকার প্রতারণা!
ভারতীয় দলের তারকা বোলার দীপক চাহারের স্ত্রী জয়ার সঙ্গে ১০ লক্ষ টাকার প্রতারণার ঘটনা প্রকাশ্যে এসেছে। খবরে বলা হয়েছে, হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক প্রাক্তন আধিকারিক তাঁর সঙ্গে এই প্রতারণা করেছে বলে খবর পাওয়া যাচ্ছে। দীপক চাহারের বাবা প্রাক্তন অফিসারের বিরুদ্ধে মামলাও করেছেন। এই টাকা একটি চুক্তির জন্য দেওয়া হয়েছিল, কিন্তু টাকা ফেরত চাওয়া হলে ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রাক্তন কর্মকর্তা তাঁকে গালিগালাজ করেছে বলে খবর পাওয়া গিয়েছে, এমনকি হত্যার হুমকিও দেওয়া হয়েছে।
আরও পড়ুন… কবে টেস্টে ফিরবেন হার্দিক পান্ডিয়া? ভারতের T20I দলের ক্যাপ্টেনের কৌশলী জবাব
খবরে বলা হয়েছে, দীপক চাহারের বাবা লোকেন্দ্র চাহার উত্তরপ্রদেশের আগ্রার হরিপর্বত থানায় প্রতারণার মামলা দায়ের করেছেন। এফআইআর অনুসারে, মামলাটি পারিখ স্পোর্টস, হায়দরাবাদে নথিভুক্ত করা হয়েছে। পারিখ স্পোর্টস একটি চুক্তির জন্য জয়ার কাছ থেকে ১০ লক্ষ টাকা নিয়েছিল, যা তিনি ফেরত দেননি। এফআইআর-এ এই ফার্মের মালিক ধ্রুব পারিখ এবং কমলেশ পারিখের নাম অভিযোগ করা হয়েছে।
দীপক চাহারের পরিবার আগ্রার শাহগঞ্জের মান সরোবর কলোনিতে থাকে। ধ্রুব পারিখ এবং কমলেশ পারিখ, যারা একটা সময়ে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্মকর্তা ছিলেন, তাঁরা দীপক চাহারের স্ত্রী জয়ার সঙ্গে একটি চুক্তি করেছিলেন। চুক্তি অনুসারে, ৭ অক্টোবর, ২০২২-এ জয়ার কাছ থেকে ১০ লক্ষ টাকা নেওয়া হয়েছিল, কিন্তু এখনও তা ফেরত দেওয়া হয়নি। শুধু তাই নয়, টাকার দাবিতে শুধু লাঞ্ছিতই নয়, প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে।
আরও পড়ুন… ভিডিয়ো: আফ্রিদি বনাম আফ্রিদি! জামাই-এর বলে লম্বা ছক্কা হাঁকালেন হবু শ্বশুর
এটি উল্লেখযোগ্য যে দীপক চাহার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চেন্নাই সুপার কিংস দলের একটি অংশ। বিশ্বজয়ী অধিনায়ক এমএস ধোনির নেতৃত্বে এই দলটি তাঁকে ১৪ কোটি টাকার বিনিময়ে পুনরায় তাঁকে নিজেদের দলে অন্তর্ভুক্ত করেছে। যদিও চোটের কারণে দীর্ঘদিন টিম ইন্ডিয়ার বাইরে রয়েছেন দীপক চাহার। গত বছর বাংলাদেশের বিরুদ্ধে শেষ আন্তর্জাতিক ওয়ানডে খেলেছিলেন দীপক চাহার।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here