দীনেশ কার্তিক ও মার্ক ওয়া কমেন্ট্রির মধ্যেই পূজারাকে নিয়ে তর্কে জড়ালেন
দিল্লিতে ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্ট ম্যাচেও অস্ট্রেলিয়ার খারাপ পারফরম্যান্স অব্যহত। নাগপুরের পরে দিল্লি টেস্টেও প্যাট কামিন্সদের হারের মুখে পড়তে হয়েছিল। অস্ট্রেলিয়ার বাজে পারফরম্যান্স নিয়ে মন্তব্য করতে গিয়ে প্রাক্তন অধিনায়ক মার্ক ওয়াহ ভারতীয় উইকেটরক্ষক দীনেশ কার্তিকের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। যখন এই সব ঘটছিল তখন চেতেশ্বর পূজারা ব্যাটিং করছিলেন। পূজারার ব্যাটিং-এর সময়ে অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স যেভাবে ফিল্ডিং সেট করেছিলেন তাতে খুব হতাশ হয়েছিলেন মার্ক ওয়াহকে।
উভয় দলের খেলোয়াড়রা মাঠে উচ্ছ্বাস দেখাচ্ছিলেন এবং দুই দলের মধ্যে কঠিন লড়াই চলছিল, যখন ধারাভাষ্য বক্সে ডিকে এবং মার্ক ওয়াহকে একে অপরের সঙ্গে বাকযুদ্ধে নেমে পড়েছিলেন। দিল্লি টেস্টে জয়ের জন্য ১১৪ রান তাড়া করতে গিয়ে ভারত একটা সময়ে ৩১/১ হয়েছিল। সেই সময়ে চেতেশ্বর পূজারার ব্যাট করতে আসেন।
আরও পড়ুন… আমি হলে হাঁটুতে ইনজেকশন নিয়ে খেলতাম- T20 WC Final হারের জন্য কার্যত শাহিনকেই দায়ী করলেন শোয়েব
সেই সময়ে কামিন্স যে ভাবে ফিল্ডিং সেট করে ছিল তা দেখে অবাক ও হতাশ হয়েছিলেন মার্ক ওয়াহ। এই সময় মার্ক ওয়াহ অন এয়ার বলেছিলেন, ‘সত্যি বলতে, আমি এই ফিল্ডিং দেখে অবাক হয়েছি। আমি বিশ্বাস করতে পারছি না যে আপনি মিড অফে একটি ফিল্ডার দেবেন না। আপনি বোর্ডে কয়েক রানের জন্য লড়াই করছেন, ১০০ এর কাছাকাছি রানকে রক্ষা করতে লড়াই করছেন। আপনার সামনে পূজারার মতো ব্যাটার যিনি রানের জন্য লড়াই করেছেন। তিনি অফ সাইডের বল প্যাড দিয়ে মারছেন। অফ সাইডে অবশ্যই ব্যাট প্যাড থাকতে পারে।’
ওয়াহের এই মন্তব্য শুনে, কার্তিক এন্ট্রি নিয়েছিলেন এবং ওয়াকে প্রশ্ন দিয়ে এক প্রকার প্রশ্ন বোমাবর্ষণ করেছিলেন এবং শেষ পর্যন্ত এই বিতর্কটি গতি অনেক দূর গড়িয়েছিল। দেখা যাক দুজনের মধ্যে কী ধরনের বিতর্ক হয়েছে।
আরও পড়ুন… IND vs AUS: ভারতে গিয়ে ওদের হারানো খুব কঠিন- অজিদের সমালোচনা করে, রোহিতদের মাথায় তুললেন রামিজ
দীনেশ কার্তিক: ‘আমি জানি আপনি মাঠের সেটে খুশি নন, আসুন – আপনি কী সম্পর্কে কথা বলছেন?’
মার্ক ওয়াহ: ‘আমি অফ-সাইডে ব্যাট প্যাড চাই এবং আমি পয়েন্ট উপরে একজনকে চাই এবং আমি পয়েন্ট উপরে রাখতে চাই যা কোচিং কভারের মতো হবে। সেখানে একজন ফিল্ডার থাকতে পারে, এটি একটি ভালো ফিল্ডিং হতে হবে।’
পূজারার পরের শট পয়েন্টের মধ্য দিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মার্ক ওয়াহ ফুঁসে উঠলেন।
কার্তিক: ‘মার্ক, আপনার পয়েন্ট যদি উপরে থাকত তাহলে বলটা হয়তো বাউন্ডারিতে চলে যেত।’
ওয়াহ: ‘যদি আপনার পয়েন্ট উপরে থাকত তাহলে বলটি বৃত্তের মধ্যে থাকত এবং সরাসরি ফিল্ডারের হাতে চলে যেত।’
কার্তিক: ‘আপনার কি মনে হয় না তিনি শূন্যস্থান খুঁজে পেয়ে যেতেন? কারণ তাঁর কাছে প্রচুর সময় থাকত।’
ওয়াহ: ‘আমরা স্পষ্টতই ভিন্নভাবে চিন্তা করি কিন্তু আমি যদি পূজারার বিরুদ্ধে খেলি, আমি অফ সাইডে ব্যাট-প্যাড চাই কারণ আমি মনে করি সেখানে তাঁকে আউট করার একটি বড় সুযোগ রয়েছে।’
কার্তিক: ‘কিন্তু এই ফিল্ডিং রোহিত শর্মার জন্য নয়, সে বিষয়ে কথা বলছি না?’
ওয়াহ: ‘আমরা রোহিত শর্মার কথা বলছি না। তিনি সম্পূর্ণ ভিন্ন খেলোয়াড় ডিকে।’
কার্তিক: ‘তাহলে আপনি ফিল্ডিং নিয়ে খুশি? সেখানে রোহিত শর্মার জন্য কেউ নেই, আপনি ঠিক আছেন? একজন অধিনায়ক হিসাবে আপনি কি একই কাজ করবেন?’
ওয়া: ‘আমি জানতাম না এটি একটি সাংবাদিক সম্মেলন হচ্ছে।’
কার্তিক: ‘এটা একটু রসিকতা।’
ওয়াহ: ‘আমি প্রতি সেশনে আপনার প্রশ্ন সীমিত করতে যাচ্ছি, আপনি প্রতি সেশনে শুধুমাত্র একটি প্রশ্ন পাবেন, ঠিক আছে? এর বেশি নয়।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here