দিল্লি বেশিই বাড়াবাড়ি করছে- পন্তের জার্সি ঝুলিয়ে রাখতে DC-কে বারণ করল BCCI
আইপিএল ২০২৩-এর তৃতীয় ম্যাচটি দিল্লি ক্যাপিটালস এবং লখনউ সুপার জায়ান্টসের মধ্যে ছিল। গত শনিবারের সেই ম্যাচে লখনউয়ের শ্রী অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে ঝুলিয়ে রাখা হয়েছিল ঋষভ পন্তের জার্সি।
দিল্লির ডাগআউটেই পন্তের জার্সি ঝোলানো হয়েছিল। কোচ রিকি পন্টিং আইপিএল শুরুর আগেই জানিয়েছিলেন যে, তাঁরা এমনটা করতে চান। কিন্তু এই বিষয়টি মানতেই পারছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। বোর্ডের মতে, অতিরিক্ত বাড়াবাড়ি করছে দিল্লি।
নিয়মিত অধিনায়ককে না পেলেও তাঁর জার্সিটা ঝুলিয়ে রেখে দলের খেলোয়াড়দের অনুপ্রাণিত করার চেষ্টা করেছিল দিল্লি। কিন্তু সেটা মনে হয়, আর করতে পারবে না তারা। দলটিকে এটি করার বিষয়ে এড়িয়ে যাওয়ার জন্য বলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
আরও পড়ন: ধোনি একেবারেই নন, রুতুরাজের আসল অনুপ্রেরণা CSK-এরই প্রাক্তনী
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে যে, বোর্ডের তরফে দিল্লিকে এই ধরনের কাজ করতে বারণ করা হয়েছে। বোর্ড জানিয়ে দিয়েছে, ‘বাড়াবাড়ি করছে দিল্লি। সাধারণত কেউ মারা গেলে বা অবসর নিলে ডাগআউটে জার্সি রাখা হয়। এখানে সে রকম কিছুই হয়নি। পন্ত ভালো আছে এবং খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। দিল্লিকে অনুরোধ করা হচ্ছে এই কাজ যাতে ভবিষ্যতে আর না করে।’
পন্টিং শুধু ডাগ আউটে জার্সি রাখাই নয়, তিনি চান পন্তের জার্সি নম্বর অন্য ক্রিকেটারদের জার্সিতে থাকুক। পিটিআই জানিয়েছে যে, প্রতি বছর আইপিএলে একটি ম্যাচে দিল্লি অন্য রকম জার্সি পরে। এ বারে সেই জার্সিতে পন্তের নম্বর থাকবে। জার্সির একটা কোণে ওই নম্বর থাকবে। ক্রিকেটারদের নাম এবং নম্বর যেমন থাকে, সেটা থাকবে।
আরও পড়ুন: ধোনির পরপর জোড়া ছক্কা দেখে প্রায় কেঁদে ফেলার দশা হয় গম্ভীরের, ভাইরাল গোতির মিম
মঙ্গলবার (৪ এপ্রিল) দিল্লি ক্যাপিটালস তাদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। এই ম্যাচে মাঠে উপস্থিত থাকতে পারেন ঋষভ পন্ত। এমনটাই খবর। সম্ভবত ডিফেন্ডিং চ্য়াম্পিয়নদের বিরুদ্ধে ম্যাচে দিল্লিকে সমর্থন করতে স্টেডিয়ামে আসবেন ঋষভ পন্ত। পিটিআই-এর রিপোর্ট অনুসারে, দিল্লি ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনও নিশ্চিত করেছে যে, মঙ্গলবার অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ চলাকালীন ঋষভ পন্ত উপস্থিত থাকবেন। তবে এখন থেকে তাঁর জার্সি ঝুলিয়ে রাখা যাবে না।
প্রসঙ্গত, ২০২২ সালের ৩০ ডিসেম্বর ভোর সাড়ে পাঁটা নাগাদ রুরকির নারসান সীমান্তে হাম্মাদপুর ঝালের কাছে ঋষভ পন্তের গাড়ি রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়। এই দুর্ঘটনার পর গাড়িতে আগুন ধরে যায় এবং এই দুর্ঘটনায় পন্ত গুরুতর আহত হন। এই ঘটনার পরে, তাঁকে দেরাদুনে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসার পর, আরও উন্নত মানের চিকিৎসার জন্য তাঁকে মুম্বইতে এয়ারলিফ্ট করা হয়েছিল। সেখানেই পন্তের হাঁটু এবং গোড়ালি লিগামেন্ট টিয়ার সার্জারি করা হয়েছিল। এই মুহূর্তে ২২ গজে ফিরতে অনেকটাই সময় লাগবে ঋষভ পন্তের।
For all the latest Sports News Click Here