দিল্লি টেস্টের মাঝেই পূজারার চোখ ছিল রঞ্জির স্কোরে, লুকোলেন না রাজ্যদল নিয়ে আবেগ
রঞ্জি ট্রফির ফাইনাল খেলার জন্য একজন জাতীয় দল ছেড়ে রাজ্য দলে যোগ দেন, তো অন্যজন দেশের হয়ে টেস্ট খেলার ফাঁকেই চোখ রাখেন রাজ্যদলের খেলায়। একজন রাজ্যদলকে চ্যাম্পিয়ন করার পরে স্পষ্ট জানিয়ে দেন যে, এই দলের জায়গা তাঁর মনের গভীরে। দেশকে ম্য়াচ জেতানো সত্ত্বেও অন্যজনকে রাজ্যদলের সাফল্যে আপ্লুত দেখায়। টিম ইন্ডিয়ার দুই তারকা ক্রিকেটার জয়দেব উনাদকাট ও চেতেশ্বর পূজারার রাজ্যদল সৌরাষ্ট্রকে নিয়ে আবেগ কতটা, বোঝা গেল স্পষ্ট।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফির জন্য ভারতের টেস্ট দলে ডাক পান জয়দেব উনাদকাট। তবে নাগপুরের স্পিন সহায়ক পিচে বাড়তি পেসারের দরকার পড়েনি বলেই উনাদকাটের মাঠে নামা হয়নি। দিল্লি টেস্টেও ভারতের প্রথম একাদশেও জায়গা হবে না বুঝেই উনাদকাট জাতীয় দল থেকে ছুটি নিয়ে রঞ্জি ফাইনাল খেলার সিদ্ধান্ত নেন।
শেষমেশ সৌরাষ্ট্রের রঞ্জি চ্যাম্পিয়ন হওয়ার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন উনাদকাট। দুই ইনিংস মিলিয়ে ৯টি উইকেট নিয়ে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন তিনি। ট্রফি হাতে তুলে উনাদকাট কোনও রাখঢাক না করে জানিয়ে দেন যে, সৌরাষ্ট্র তাঁর প্রাণের দল।
আরও পড়ুন:- India ODI Squad: রঞ্জি চ্যাম্পিয়ন হওয়ার দিনেই ভারতের ওয়ান ডে দলে কামব্যাক উনাদকাটের, বাদ পড়লেন অনেকে
অন্যদিকে চেতেশ্বর পূজারা ভারতের টেস্ট দলের গুরুত্বপূর্ণ সেনানি। তিনি সুযোগ পেলেই রাজ্যদলের হয়ে মাঠে নেমে পড়েন। এবারের রঞ্জি মরশুমেও সৌরাষ্ট্রের হয়ে মাঠে নামতে দেখা গিয়েছে তাঁকে। রবিবার সৌরাষ্ট্র ইডেনে রঞ্জি চ্যাম্পিয়ন হওয়ার কিছুক্ষণ পরেই দিল্লিতে বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্ট জিতে নেয় ভারত। উইনিং শটটি নেন পূজারা।
ম্য়াচের শেষে পূজারা নিজেই জানান যে, টেস্টের ফাঁকে তাঁর নজর ছিল সৌরাষ্ট্রের খেলায়। রবিবার লাঞ্চের কিছুক্ষণ আগে পর্যন্ত রঞ্জির স্কোরে চোখ ছিল তাঁর। তবে তাঁকে ব্যাট হাতে মাঠে নামতে হওয়ায় সৌরাষ্ট্রের রঞ্জি জয়ের মুহূর্তের সাক্ষী থাকা হয়নি।
আরও পড়ুন:- WTC Points Table: টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে মাত্র ১টি জয় দূরে ভারত, ছিটকে গেল দক্ষিণ আফ্রিকা
ভারতকে ম্য়াচ জিতিয়ে ওঠার ঠিক পরেই পূজারা স্টার স্পোর্টসের সাক্ষাৎকারে রঞ্জি চ্যাম্পিয়ন হওয়ার জন্য অভিনন্দন জানান রাজ্যদল সৌরাষ্ট্রকে। তিনি বলেন, ‘দলের (সৌরাষ্ট্রের) সকলকে অনেক অভিনন্দন। লাঞ্চের আগে পর্যন্ত স্কোরে চোখ ছিল। তার পরে আর খবর নেওয়া হয়নি। অসাধারণ সাফল্য। গত কয়েক বছর ধরেই আমরা ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলছি। শেষ চার বছরে এটি আমাদের দ্বিতীয় রঞ্জি খেতাব। বোঝাই যাচ্ছে ছেলেরা দারুণ কাজ করেছে।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here