দিল্লির রাস্তায় মদ্যপ গাড়ি চালক, বিপদে পড়লেন উরফি…
সোশ্যাল মিডিয়ার সেনসেশন তিনি, পোশাকের কারণে রোজই কোনও না কোনওভাবে চর্চায় থাকেন। তবে এবার সম্পূর্ণ অন্যকারণে খবরের শিরোনামে উঠে এলেন উরফি জাভেদ। দিল্লির রাস্তায় মদ্যপ গাড়ি চালকের হাতে হেনস্থার শিকার হলেন উরফি। মাঝরাস্তায় সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানিয়েছেন অভিনেত্রী।
উরফি জানিয়েছেন, ৬ ঘণ্টার জন্য গাড়ি দিল্লিতে উবার বুক করেছিলেন তিনি। বিমানবন্দরে যাওয়ার রাস্তায়, মাঝে খাওয়াদাওয়ার জন্য গাড়ি থেকে নামতেই মালপত্র নিয়ে হাওয়া হয়ে যান ওই গাড়ি চালক। এরপর উরফি তাঁর পুরুষ বন্ধুকে জানাতে তিনিই পরস্থিতি সামাল দেন। উর্ফির কথায়, তাঁর ওই বন্ধু গাড়ির চালককে ফোন করে কড়া ভাষায় কথা বললে তিনি ১ ঘণ্টা পর ফিরে আসেন। তবে তখন ওই চালক সম্পূর্ণ রূপে মাতাল। ঠিকমত হাঁটতেই পারছিলেন না তিনি। উরফির কথায়, ওই গাড়ির চালকের দাবি, তিনি নাকি নির্দিষ্ট লোকেশনেই ছিলেন। অথচ আমরা লোকেশন ট্র্যাক করে দেখছি উনি গাড়ি নিয়ে বহু দূর প্রায় ১ ঘণ্টার দূরত্বে চলে গিয়েছেন।
এদিকে উরফির অভিযোগের পর উবার ইন্ডিয়া কর্তৃপক্ষের তরফে ক্ষমা চেয়ে নেওয়া হয়েছে। জানানো হয়েছে অ্যালকোহল কিংবা কোনও মাদক খেয়ে গাড়ি চালানোকে আমরা সমর্থন করি না। ক্ষমাপ্রার্থী, রাইডারদেন নিরাপত্তা দিতে আমরা প্রতিশ্রতিবদ্ধ। আমাদের নিরপত্তা দলের সদস্যরা দ্রুত আপনার সঙ্গে যোগাযোগ করবেন।
তবে উরফির টুইট দেখে নেটপাড়ার লোকজন তাতে মন্তব্য করতে ছাড়েননি। কেউ পরামর্শ দিয়েছেন ‘মেট্রো ব্যবহার করুন।’ কারোর কথায়, এর থেকে অটোগুলো অনেক ভালো, পরের বার অটো বুক করবেন।’ কেউ আবার মজা করে বলেছেন, ‘মদ নয়, আপনাকে দেখে নেশা হয়ে গিয়েছিল চালকের…’।
এদিকে সম্প্রতি নেট মাধ্যমে উরফির মা হতে চলার গুঞ্জন ছড়িয়ে পড়ে। সাধারণত উরফির টোনড বডি দেখতেই সকলে অভ্যস্ত, তবে সাম্প্রতিক পোস্টে উরফির খোলা পেট বেশ স্ফীত দেখাচ্ছিল। যা দেখে অনেকেই লেখেন, ‘এ কী দেখলাম! উরফি প্রেগন্যান্ট নাকি?’ কয়েকজন তো রীতিমতো ঘোষণাই করে দেন, ‘নির্ঘাত মা হতে চলেছে উরফি’।
পরে সত্যিটা কী অবশেষে খোলসা করেন উরফি। তবে সোজা কথার মানুষ মোটেই নন উরফি। নেটিজেনদের মোক্ষম জবাব দিতে ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের ফোলা পেটের ছবি আপলোড করেন নায়িকা। সঙ্গে লেখেন, ‘আজকাল সমান পেট মিথ হয়ে গিয়েছে। ফলে একটু চর্বি থাকলে খুব বেশি ভাবনাচিন্তা করার দরকার নেই।’ এরপর উরফি হয়ে ওঠেন আরও বিস্ফোরক। লেখেন, ‘আমার পিরিয়ড শুরুর প্রথম দিনে শ্যুটটা করেছি। ফলে একটু ব্লোটেড ছিলাম। তাই সেমি-প্রেগন্যান্ট লাগছে আমাকে।’
For all the latest entertainment News Click Here