দিল্লিতে IPL ম্যাচ দেখে ‘মনের ক্ষত’র কথা বললেন উর্বশী, চটল ঋষভ পন্ত ভক্তরা
ফের চর্চায় উর্বশী-ঋষভের সম্পর্ক, সৌজন্যে নায়িকার সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্ট। ক্রিকেট বড্ড বেশিই ভালোবাসেন ‘সনম রে’ নায়িকা। দু-দিন আগেই দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ থেকে রাজধানীতে হাজির ছিলেন তিনি। গ্যালারিতে দাঁড়িয়ে কচিকলাপাতা রঙা দু-পিসে একের পর এক চোখ ধাঁধানো ছবিও পোস্ট করেন নায়িকা। তবে সোশ্য়াল মিডিয়ায় চর্চার বিষয় হয়ে ওঠে নায়িকার পোস্টের ক্যাপশন, সেখানে ‘মনের ক্ষত’ নিয়ে কথা বললেন উর্বশী।
উর্বশী নিজের এক ইনস্টাগ্রাম পোস্টের বিবরণীতে লেখেন, ‘মনের ক্ষত সারতে আর বিশ্বাস ফিরে পেতে সময় লাগে’। হাসিমুখে গ্যালারি পোজ দেওয়ার মাঝেই হঠাৎ কার কথা মনে পড়ল উর্বশীর? তবে কি ঋষভ পন্তকে উদ্দেশ্য করেই এই পোস্ট? কারুর নাম নেননি নায়িকা, কিন্তু নেটিজেনদের ধারণা ঋষভের কথা ভেবেই ‘ভাঙা হৃদয়’-এর কথা উঠে এসেছে উর্বশীর মুখে। প্রসঙ্গত, দিল্লি ক্যাপিটেলসের হয়েই খেলেন ঋষভ। তবে চোটের জন্য এই মরসুমে দলের বাইরে পন্ত।
উর্বশীর পোস্ট দেখে চটে যায় ঋষভ ভক্তরা। নায়িকার বিরুদ্ধে তাঁদের অভিযোগ ‘অকারণে অসুস্থ ঋষভকে হয়রান’ করছেন উর্বশী। কমেন্ট বক্সে নায়িকাকে ট্রোল করতে শুরু করেন দিল্লির তারকা ক্রিকেটারের অনুরাগীরা। একজন লেখেন, ‘এবার তো আরপি-র উচিত হ্যাঁ বলে দেওয়া। ম্যাম অনেক দিন ধরে অপেক্ষা করছে’। অপর একজন লেখেন, ‘ঋষভের দৃষ্টি আকর্ষণের বৃথা চেষ্টা’। কড়া ভাষায় এক নেটিজেন লেখেন, ‘এই মেয়েটা আর শুধরাবে না, ঋষভের পিছনেই পড়ে আছে। এবার ওকে শান্তি দাও, স্টকার কোথাকার’। বিতর্কের আঁচ বাড়তেই নিজের পোস্টের ক্যাপশন এডিট করে দেন উর্বশী। মনের ক্ষতর কথা মুছে দিয়ে শুধু একটা জিজ্ঞাসা চিহ্ন রেখে দেন।
২০১৮-১৯ সাল নাগাদ উর্বশী-ঋষভের প্রেমের চর্চা মাথাচাড়া দিয়েছিল, তারপর অনেক জল বয়ে গিয়েছে। গত বছর এক সাক্ষাৎকারে উর্বশী এক বেফাঁস মন্তব্য করে বসেন। জানান, দিল্লির হোটেল রুমের বাইরে ঘন্টার পর ঘন্টা তাঁর জন্য অপেক্ষা করত ‘আরপি’। নায়িকা কারুর নাম না বললেও তাঁর ইশারা যে ঋষভ পন্তের দিকেই ছিল, এমনটাই ধারণা হয় সকলের। সেই নিয়ে যাবতীয় বিতর্কের সূত্রপাত। সোশ্যাল মিডিয়ায় কাদা ছোড়াছুড়ি শুরু হয় দুই তারকার মধ্যে। সোশ্যাল মিডিয়ায় ঋষভ কারুর নাম না করে লেখেন, ‘ফেম পেতে সাক্ষাৎকারে মিথ্যা বলা বন্ধ করা উচিত’। সঙ্গে হ্যাশট্য়াগে ‘মেরা পিছা ছোড়দে বহেন’ পর্যন্ত লেখেন ঋষভ পন্ত।
গত বছর ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনার শিকার হন ভারতের তারকা উইকেটকিপার। অ্যাক্সিডেন্টের পর ইনিয়ে-বিনিয়ে হোক বা সরাসারি চিন্তা জাহির করে ট্রোলড হয়েছিলেন উর্বশী। গত ফেব্রুয়ারিতে প্রকাশ্যে নায়িকাকে বলতে শোনা যায়, ‘ঋষভ আমাদের দেশের সম্পদ। আমাদের গর্ব ঋষভ পন্ত। আমার প্রার্থনা ওঁনার সঙ্গে আছে’।
For all the latest entertainment News Click Here