দিলজিৎ দোসাঞ্জ-হানি সিংয়ের ঝগড়া! পাঞ্জাবি গায়কের বিরুদ্ধে এ কী বললেন হানি সিং
দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে কাজ করেও কোনও কৃতিত্ব পাননি। সম্প্রতি জনপ্রিয় পাঞ্জাবি গায়ক, অভিনেতা দিলজিতকে নিয়ে এমনই মন্তব্য করেছেন র্যাপার হানি সিং। যদিও হানির সাফ কথা, তিনি নাম ও কৃতিত্বের জন্য কাজ করেন না, ভালোবেসেই কাজ করেন।
ঠিক কী বলেছেন হানি?
হানি বলেন, ‘আমি যখন ২০০৭ সালে পঞ্জাবে চলে যাই, আমি ২০০৭-২০১২ পর্যন্ত সঙ্গীতেক দুনিয়ায় প্রযোজক হিসাবে কাজ করেছি। আমার অনেক অ্যালবাম হিট হয়েছিল। আমি দিলজিতের অ্যালবাম দ্য নেক্সট লেভেলে কাজ করেছিলাম। গোটা একটা বছর ধরে পুরো অ্যালবামটি ডিজাইন করেছি। যদিও আমি এর জন্য খুব বেশি কৃতিত্ব পাইনি। যদিও আমি কৃতিত্বের জন্য কাজ করি না। আমি নিজের জন্য এবং নিজেকে খুশি করার জন্য কাজ করেছি। আমি কখনো অন্য কাউকে খুশি করার জন্যও কাজ করিনি। আমি গানগুলো পছন্দ হলে তবে রিলিজ করি।’
আরও পড়ুন-‘হে ঈশ্বর, আপনি এখনো গান গাইছেন?’ লোকজন আমাকে এমনও বলেন: ঊষা উত্থুপ
হানির কথায়, যদি একজন ব্যক্তি যথেষ্ট প্রতিভাবান হন তাহলে তাঁর কাছে সুযোগ ঠিকই আসবে এবং লোকজন ঠিকই তাঁকে চিনবেন। তাদের চিনবে। তাঁর কথায় তিনিও অপেক্ষা করেছেন এবং যথেষ্ট ধৈর্যশীল ছিলেন। আর তাই কাজ করার সময় ক্রেডিট পাওয়ার বিশেষ চিন্তা করেননি।
সম্প্রতি হানি সিংয়ের বিরুদ্ধে বিবেক রমন নামে এক ইভেন্ট কোম্পানির মালিক অপহরণ ও মারধরের অভিযোগ করেছেন। হানির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন তিনি। যদিও এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন হানি। পাল্টা মানহানির মামলা ঠুকেছেন অভিযোগকারীর বিরুদ্ধে। সম্প্রতি মুক্তি পেয়েছে হানি সিং-এর মিউজিক ভিডিয়ো ৩.০। অন্যদিকে ক্যালিফোর্নিয়ায় আয়োজিত কোচেল্লা মিউজিক ফেস্টিভ্যালে পারফর্ম করেছেন জনপ্রিয় পাঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ।
For all the latest entertainment News Click Here