দিব্য়জ্যোতির সঙ্গে বন্ধুত্বে চিড়? অ্যাওয়ার্ড শো-এর আসল ঘটনা ফাঁস স্বস্তিকার
এই মুহূর্তে বাংলা টেলিভিশনের হার্টথ্রব জুটি সূর্য-দীপা। পর্দায় সারাক্ষণ ডাক্তারবাবু ভুল বোঝে স্ত্রীকে! এর মাঝেই সোশ্যাল মিডিয়া আচমকা গুঞ্জন পর্দার ভুল বোঝাবুঝি নাকি বাস্তবেও গড়িয়েছে। আদৃত-সৌমিতৃষার পর দিব্যজ্যোতি-স্বস্তিকার বনিবনা না হওয়ার উড়ো খবর ভাসছে টেলিপাড়ার বাতাসে।
জল্পনার সূত্রপাত দিন দশেক আগে অনুষ্ঠিত এক অ্যাওয়ার্ড শো-কে ঘিরে। খবর সেই অ্যাওয়ার্ড শো’তে নাকি পরস্পরকে খানিক এড়িয়ে গিয়েছেন ‘সূদীপা’ জুটি। গ্রুপ ছবিতে সঙ্গে দেখা গেলেও পাশাপাশি দাঁড়িয়ে পোজ দেননি তাঁরা, সেই নিয়ে ফ্যান গ্রুপগুলোতে বিস্তর আলোচনা। স্বস্তিকা আর দিব্যজ্যোতির অফস্ক্রিন রসায়ন বেশ গাঢ়। দু-জনের বন্ধুত্বের ডোর বেশ মজবুত। সপ্তাহ তিনেক আগেই জিম থেকে একসঙ্গে ছবিও পোস্ট করেছিলেন দু’জনে তাহলে হঠাৎ হলটা কী? এই বিষয়ে বিস্তারিত জানতে হিন্দুস্তান টাইমস বাংলার তরফে আমরা যোগাযোগ করেছিলাম স্বস্তিকার সঙ্গে। প্রশ্ন শুনেই মুচকি হাসি নায়িকার।
একদম শান্ত গলায় বললেন, ‘আমি সত্যি জানি না কেন লোকে এইসব কথা বলছে! আমার কানেও এসেছে, তবে সবাইকে জানিয়ে রাখি এটা একদমই ভুল কথা।’ অ্যাওয়ার্ডের শো-এর দিন ঠিক কী ঘটেছিল? স্বস্তিকা বললেন-‘ ওই দিনও আমাদের শ্য়ুটিং ছিল। বুঝতেই পারছেন সপ্তাহে সাতদিন টেলিকাস্টের প্রেসার। শটের চাপে সবার বেরোতে দেরি হয়েছিল। আমার বেরিয়ে রেডি হতে অনেকটা সময় লেগে যায়, ৫.৩০টায় ঢোকার কথা ছিল, আমি পৌঁছাই প্রায় রাত সাড়ে ৮টায়। গিয়ে দেখলাম দিব্য তখনও আসেনি, প্রায় ১০ মিনিট পড়ে ঢুলল। আমরা পাশাপাশি বসেছিলাম, নর্ম্যাল যেমন থাকি একদম তেমনি ছিলাম। আমরা ছবিও তুলেছি প্রচুর, হয়ত সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করিনি। কারা এটা রটিয়েছে আমি জানি না, তবে আমাদের বন্ধুত্ব আগের মতোই অটুট রয়েছে’।
পর্দায় সূর্য যতই দীপাকে ভুল বুঝুক বাস্তবে কিন্তু স্বস্তিকা-দিব্যজ্যোতির বোঝাপড়া আগের মতোই মসৃণ রয়েছে। সূর্য-দীপার অনস্ক্রিন রসায়নের পাশাপাশি তাঁদের দুই কন্যে সোনা-রূপার অভিনয়ও মন কাড়ছে দর্শকদের। সেই সুবাদে তড়তড়িয়ে বাড়ছে সিরিয়ালের টিআরপি। চলতি সপ্তাহেও টিআরপি তালিকায় এক নম্বরে ছিল এই মেগা।
ওদিকে ‘অনুরাগের ছোয়াঁ’র গল্পে এসেছে নতুন মোড়। সিরিয়ালের নতুন প্রচার ঝলক বলছে, সূর্যর বাড়িতে ফিরে আসছে দীপা। রূপা আর দীপাকে সেখানে দেখে অবাক সূর্য, কোন অধিকারে সে এই বাড়িতে এসেছে প্রশ্ন করলে দীপা জবাব দেয়- ‘আমার সন্তানদের মা হওয়ার অধিকারে’। দীপার এই সাহসি পদক্ষেপে খুশি অনুরাগীরা।
For all the latest entertainment News Click Here