দিনের খেলা শেষ হতেই নেটপাড়ায় ছবি পোস্ট, বিতর্কিত আউট নিয়ে বিরক্তি প্রকাশ গিলের
জয়ের জন্য বিশাল লক্ষ্যমাত্রা সামনে নিয়ে শেষ ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। ফের ব্যর্থ হন শুভমন গিল। ১৯ বলে ১৮ করে সাজঘরে ফিরতে হয় শুভমনকে। কিন্তু প্রশ্ন হল গিল কি আদৌ আউট ছিলেন?
৭.১ ওভারে স্কট বোল্যান্ডের বল গিলের ব্যাটের কানায় লেগে স্লিপে ক্যাচ ওঠে। সেখানে অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে ক্যাচও ধরেন ক্যামেরন গ্রিন। ফিল্ড আম্পায়াররা ক্যাচের বৈধতা নিয়ে নিশ্চিত ছিলেন না। তাই তাঁরা তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত জানতে চান। থার্ড আম্পায়ার রিচার্ড কেটেলবরো টেলিভিশন রিপ্লে দেখে গিলকে আউট ঘোষণা করেন। অথচ সাধারণ ক্রিকেটপ্রেমী থেকে বিশেষজ্ঞ, সকলেরই ধারণা গ্রিন পরিষ্কার ক্যাচ ধরেননি।
টেলিভিশন রিপ্লে দেখে স্পষ্ট মনে হয়েছে যে, বল মাটি ছুঁয়েছিল। অথচ তৃতীয় আম্পায়ার জুম করে বল মাটি ছুঁয়েছে কিনা, তা যাচাই করার প্রয়োজনও বোধ করেননি। ফলে বিতর্কিত সিদ্ধান্তে আউট হয়ে সাজঘরে ফিরতে হয় শুভমন গিলকে।
তবে শুভমন কিন্তু ভালো ছন্দে ছিলেন। শুরুটা আত্মবিশ্বাসের সঙ্গেই করেছিলেন। ২টি বাউন্ডারির সাহায্যে ১৯ বলে ১৮ রান করেন তিনি। মারেন ২টি চার। কিন্তু বিতর্কিত আউটের কারণে ভারত তাদের দ্বিতীয় ইনিংসে ৪১ রানের মাথায় ১ উইকেট হারায়।
শুভমন গিল নিজে এই ক্যাচ নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি এই ক্যাচের একটি ছবি শেয়ার করেছেন। সেখানে ক্যাপশনে আতস কাঁচ আর মাথা চাপড়ানোর ইমোজি দিয়েছেন। বোঝাই যাচ্ছে, এই আউট নিয়ে শুভমন কতটা বিরক্ত।
আম্পায়ার কেটেলবরো বরাবর ভারতীয় দলের কাছে বরাবরের অপয়া। তিনি থাকা মানেই ভুল সিদ্ধান্তের শিকার হয় টিম ইন্ডিয়া। তা ছাড়া গত এক দশকে টিম ইন্ডিয়া যতগুলি আইসিসি টুর্নামেন্টের নক-আউট থেকে বিদায় নিয়েছে, ২০২২-এর টি-২০ বিশ্বকাপ ছাড়া, বাকি সব ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেছিলেন ইংল্যান্ডের রিচার্ড কেটেলবরো। তালিকাটা নেহাৎ ছোট নয়। এ বারও কি সেই পথেই এগোচ্ছে ম্যাচের ফল? টেনশনে কিন্তু ভারতকে থাকতেই হবে।
৪৪৪ রান তাড়া করতে নেমে ইতিমধ্যে ভারত ৩ উইকেট হারিয়ে বসে রয়েছে। চতুর্থ দিনের শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ১৬৪ রান। জিততে হলে আরও ২৮০ রান করতে হবে। হাতে রয়েছে ৭ উইকেট। ভরসা একটাই ক্রিজে রয়েছেন বিরাট কোহলি (৬০ বলে ৪৪) এবং অজিঙ্কা রাহানে (৫৯ বলে ২০)। তাঁরা কি পারবেন আইসিসি-র কোনও ট্রফি জয়ের ১০ বছরে খরা কাটাতে?
For all the latest Sports News Click Here