দিদি নম্বর ১: ঘরোয়া পদ্ধতিতে প্রসাধনী তৈরি করে বিক্রি, ছক ভাঙার গল্প দেবপ্রিয়ার
ঘরোয়া পদ্ধতিতে মানুষ নানান রকম জিনিস তৈরি করে এখন ব্যবসা শুরু করছে। তেমনি নিজের হাতে নানা রকম প্রসাধনী তৈরি করেন দেবপ্রিয় দত্ত। দিদি নম্বর ১-এর মঞ্চে এসে নিজের এই যাত্রার কথা ভাগ করলেন তিনি। রিয়ালিটি শো-এর ওই প্রতিযোগীর কথায়, শুরুটা নিজের মায়ের রান্নাঘরে রাখা কয়েকটা জিনিস থেকেই।
প্রথম দিন ময়ের রান্নাঘরে ঢুকে একটু গোবিন্দভোগ, আতপ চাল, একটু মুসুরির ডাল, অল্প ছোলার ডাল নিয়ে সুন্দর করে ধুয়ে রোদে শুকিয়ে নেন। এরপর সেগুলি মিক্সারগ্রাইন্ডারে পিষে নেন। এরপর চন্দন পাউডার এবং নিমের পাউডার নিয়ে মাত্র ২৪০ টাকার প্রোডাক্ট ব্যবহার করেন। এরপর সেগুলি একসঙ্গে মিক্স করেন। কমলা লেবুর খোসা রোদে শুকিয়ে গুঁড়ো করে মেশান। আরও পড়ুন: কারখানা বন্ধই কাল! প্রথমবার একসঙ্গে পর্দায় রুদ্রনীল-রাহুল,আসছে ‘আকাশ অংশত মেঘলা’
মিশ্রণটিকে মধুর শিশিতে ভরে ফেসবুকে প্রচার শুরর করেন। নাম দেন ‘উবটান’ পাউডার। একদম প্রাকৃতি উপায়ে তৈরি করেন তিনি। প্রথম দিন ১০ জনের কাছে বিক্রি করেছিলেন তিনি। প্রথমবার তিনি ১৫০ টাকা উপার্জন করেছিলেন। প্রথম দিন থেকেই বেশ ভালো প্রতিক্রিয়া পেয়েছিলেন তিনি। এরপরই ঘরোয়া পদ্ধতিতে নানান রকম প্রসাধনী তৈরির ব্যবসায় লেগে পড়েন।
বর্তমানে বীরভূম, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় খদ্দের রয়েছে তাঁদের, দিদি নম্বর ১-এর মঞ্চে এসে জানিয়েছেন দেবপ্রিয়া। এখন ব্যাঙ্গালুরু থেকে প্রাসধনী তৈরির ট্রেনিংও নিচ্ছেন দেবপ্রিয়া। প্রথমে নিজের প্রোডাক্ট নিজেই মেখে টেস্ট করেন। এরপরই বাজারে বিক্রি করেন বলে জানিয়েছেন।
বাড়িতেই এই সমস্ত প্রসাধনী তৈরি করেন দেবপ্রিয়া। কেমন করে মার্কেটিং করেন? কোথায় থেকে প্রোডক্টের কৌটো কিনে আনেন, ক্রেতাদের চাহিদা নিয়েও ভাবেন তাঁরা। ছক ভাঙার গল্প এই মঞ্চে এসে ভাগ করেছেন দেবপ্রিয়া। এ দিন সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্য়াকে নিজের তৈরি প্রসাধনীও উপহার দিয়েছেন দেবপ্রিয়া।
For all the latest entertainment News Click Here