দিওয়ালিতেও মিডিয়ার সঙ্গে দুর্ব্যবহার জয়ার, বাংলো থেকে ‘কুকুরের মতো’ তাড়ালেন!
Jaya Bachchan Angry Viral Video: মিডিয়াকে একেবারেই পছন্দ করেন না জয়া বচ্চন। একথা তো আগেও বারবার প্রমাণিত হয়েছে। গত সপ্তাহে যখন ল্যাকমে ফ্যাশন উইকে এখ ফোটোগ্রাফার তাঁর ছবি তোলার সময় হোঁচট খায়, তখন বর্ষীয়ান এই অভিনেত্রী-সাংসাদ বলে বসেন, ‘আছাড় খেয়ে পড়লেই ঠিক হবে’! নিমেষে সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। নিন্দেও কম হয়নি।
সোমবার দিওয়ালির দিন প্রতীক্ষার বাইরে জড়ো হওয়া মিডিয়ার লোকেদের একপ্রকার তাড়িয়েই দিলেন তিনি। দিওয়ালিতে বচ্চন-বাংলোর ছবি নিতে হাজির হয়েছিলেন কিছু ফোটোগ্রাফার। ভিডিয়োতে দেখা যাচ্ছে নিজে বাংলো থেকে বেরিয়ে এসছেন জয়া। হাত নেড়ে যাকে বলে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছেন মিডিয়ার লোকেদের। আর মুখে বলছেন, ‘কীভাবে ফ্ল্যাশ করছে’… ‘অনুপ্রবেশকারী’। জয়ার সঙ্গে এইসময় ছিলেন তাঁর নিরাপত্তারক্ষীরাও।
একটি পাপারাৎজি অ্যাকাউন্ট থেকে জয়া বচ্চনের এই ‘কীর্তি’ শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে ফের খেপেছে একাংশ। একজন লিখলেন, ‘উনি যেমন মিডিয়াকে বয়কট করতে চাইছে, তেমনই মিডিয়ারও উচিত ওঁকে বয়কট করা। ওর কোনও সিনেমা এরপর এলে তার প্রচার না করা। সব মিডিয়া হাউজ যদি জোটবদ্ধ হয়ে এই সিদ্ধান্ত নেয় তাহলেই উনি সিধে হয়ে যাবেন।’ অপর একজন লিখলেন, ‘আরে ভাই উনি সম্মান পাওয়ার যোগ্য নয়। বলা ভালো নিজেই সম্মান হারিয়েছেন। এবার থেকে আপনারাও ওঁকে যোগ্য জবাব দিন। এরকম কুকুরের মতো তাড়িয়ে দেওয়া যায় কাউকে, তাও আবার দিওয়ালির দিনে!’
প্রসঙ্গত দিনকয়েক আগেই মেয়ের ঘরের নাতনি নভ্যা নভেলি নন্দার পডকাস্ট শো-তে এসে জয়াকে এই প্রসঙ্গেই বলতে শোনা গিয়েছিল, ‘‘আমি ঘেন্না করি। অবজ্ঞা করি। আমি অবজ্ঞা করি সেই সমস্ত মানুষদের যারা লোকের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করে আর সেইসব বিক্রি করে নিজেদের পেট ভরার চেষ্টা করে। আমার সত্যি এদেরকে দেখলে বিরক্ত লাগে। আমি তো পরিষ্কার বলি, ‘আপনাদের লজ্জা করে না?’ আমি এগুলো নিতে পারি না।’’
সঙ্গে আরও যোগ করেন, ‘আমার রাগের অভিব্যক্তি জড়ো করে ইউটিউবে দিয়ে কেউ যদি টাকা কামায় আমার কিচ্ছু আসে যায় না। আপনি তাঁদের কাজ নিয়ে কথা বলুন আমি মানতে পারি। আপনি বলতেই পারেন ও একজন বাজে অভিনেত্রী, একজন বাজে সাংসদ। কিন্তু বসে আমার ব্যক্তিগত জীবন কাঁটাছেড়া করার আপনি কে! সবাই বলবে উনি খিটখিটে, রেগে যান! আরে আমি রেগে যাই কেন? কোথাও যাচ্ছি, অমনি আপানারা আমাকে আটকাতে শুরু করলেন, ছবি তুলতে শুরু করলেন। কেন আমার কি সাধারণ মানুষের মতো ব্যক্তি স্বাধীনতা বলে কিছু নেই?’
For all the latest entertainment News Click Here