‘দারুণ মজা হয়েছে’, ২৩৪ বল বাকি থাকতেই ভারতকে গুঁড়িয়ে হাসি থামছে না মার্শের
একশো ওভারের ম্যাচ শেষ হয়ে গেল ৩৭ ওভারে। ২৩৪ বল বাকি থাকতে জিতে গেল অস্ট্রেলিয়া। একদিনের ক্রিকেটের ইতিহাসে সবথেকে বেশি সংখ্যক বল থাকতে হেরে গেল ভারত। আর তারপর হাসি থামছে না অস্ট্রেলিয়ার তারকা মিচেল মার্শের। যিনি ৩৬ বলে অপরাজিত ৬৬ রান করে ভারতের যেটুকুও আশা ছিল, সেটাও গুঁড়িয়ে দেন। অস্ট্রেলিয়ার ওপেনারের বক্তব্য, যখন এরকম ছোটো রান তাড়া করতে হয়, তখন ভালো শুরু করাটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক সেটাই হয়েছে।
রবিবার বিশাখাপত্তনমে প্রথমে ব্যাট করতে নেমে ১১৭ রানে অল-আউট হয়ে যায় ভারত। মাত্র ১১ ওভারে কোনও উইকেট না হারিয়েই সেই রানটা তুলে নেয় অস্ট্রেলিয়া। বিকেলের মধ্যেই শেষ করে দেয় দিনরাতের ম্যাচ। ৬৬ রান করেন মার্শ। যিনি ৩৬ বলে ইনিংসে ছ’টি চার এবং ছ’টি ছক্কা মারেন। অন্যদিকে, ৩০ বলে ৫১ রানে অপরাজিত থাকেন ট্র্যাভিস হেড। যিনি কোনও ছক্কা না মারলেও ১০ টি চার মারেন।
আরও পড়ুন: IND vs AUS 2nd ODI Live: ঝোড়ো হাফ-সেঞ্চুরি মার্শ-হেডের, ১০ উইকেটে বিধ্বস্ত ভারত
ম্যাচের শেষে সরকারি সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টসে বিস্ফোরক ব্যাটার মার্শ বলেন, ‘এটা বেশ মজাদার ছিল। যখন এরকম ছোটো রান তাড়া করেন, তখন ভালো শুরু করাটা খুব গুরুত্বপূর্ণ। আমি আসলে ভাবছিলাম যে হেডি (ট্র্যাভিস হেড) দুরন্ত ছন্দে শুরু করবে, যাতে আমি ব্যাটে বল ঠেকিয়ে রান নিতে পারি। কিন্তু আমরা দু’জনেই দারুণ শুরু করি এবং সেটায় দারুণ মজা হয়েছে।’
আরও পড়ুন: India’s 4th lowest ODI total at home: ঘরের মাঠে ODI-তে চতুর্থ সর্বনিম্ন স্কোর ভারতের, সবথেকে কম রান অজিদের বিরুদ্ধে!
অপর ওপেনার হেড (যিনি ডেভিড ওয়ার্নারের জায়গায় অস্ট্রেলিয়ার দলে এসেছেন) বলেন, ‘দলের হয়ে রান করতে পারলে সবসময়ই ভালো লাগে। জুটি গড়ে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়টাও খুব ভালো লাগে। আজ আমরা আরও বেশি নিজেদের গুছিয়ে রেখেছিলাম। শুরুর দিকে বেশি একটু বেশি মারতে গিয়েছিলাম এবং কিছু বেশি করে ফেলেছিলাম। তবে অপরপ্রান্তে এরকম একজন (মার্শ) থাকলে দারুণ হয়। ও যখন মারে, তখন বহু দূরে বল যায়।’
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest Sports News Click Here