দারুণ প্রশংসা শুনছি,‘দ্য কাশ্মীর ফাইলস’-এ অনুপম খেরের অভিনয় নিয়ে উচ্ছ্বসিত অক্ষয়
আর মাত্র কয়েক দিন। তারপরেই বড়পর্দায় মুক্তি পাবে অক্ষয় কুমার অভিনীত ছবি ‘বচ্চন পাণ্ডে’। এই মুহূর্তে সেই ছবির জন্য জমিয়ে প্রচার সারছেন অক্কি। তবে এর মধ্যেও ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে দর্শকদের মধ্যে যে হইচই উঠেছে, সেই খবর কানে গিয়েছে তাঁর। তাই এবার নিজের ছবির প্রচারের মাঝখানে ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর ভূয়সী প্রশংসা করলেন ‘খিলাড়ি’। টুইট করে এই ছবির উদ্দেশ্যে তাঁকে শুভেচ্ছাবার্তাও দিতে দেখা গিয়েছে।
গত শুক্রবারই বড়পর্দায় মুক্তি পেয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’। মুক্তির পর থেকেই বক্স অফিসে কাঁপাচ্ছে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এই ছবি। প্রতিদিনই উত্তরোত্তর ব্যবসা বাড়ছে এই ছবির। তরণ আদর্শের মতো প্রখ্যাত ফিল্ম ট্রেড আ্যানালিস্টও টুইট করে জানিয়েছেন, অসাধারণ ব্যবসা করেছে দ্য কাশ্মীর ফাইলস।
তাঁর সেই টুইট অক্ষয় লিখেছেন তিনি এখনও এই ছবি দেখার সময় বের করে উঠতে পারেননি বটে, তবে খুব জলদি তা করবেন। তিনি আরও লেখেন যে ‘দ্য কাশ্মীর ফাইলস’-কে দারুণভাবে দর্শ গ্রহণ করেছেন এবং তাঁর ফলাফল টের পাওয়া যাচ্ছে এই ছবির বক্স অফিস কালেকশনে। রীতিমত গর্জে উঠেছে এই ছবি। পাশাপাশি ফের একবার দল বেঁধে হলমুখী হওয়ার জন্য দর্শকদেরও সাধুবাদ জানিয়েছেন ‘খিলাড়ি’। অকুন্ঠ তারিফ করেছেন ছবির অন্যতম মুখ্য অভিনেতা অনুপম খেরের পারফর্মেন্সেরও। বর্ষীয়ান অভিনেতার উদ্দেশে অক্ষয়ের টুইট, ‘এই ছবিতে আপনার অভিনয়ের ব্যাপারে দুরন্ত সব ভালো ভালো কথা শুনেছি।’
প্রসঙ্গত, দ্য কাশ্মীর ফাইলস ছবিটির বিষয়বস্তু কাশ্মীরি পণ্ডিতরা। ১৯৯০ সালে তাঁদের কাশ্মীর ছেড়ে চলে যাওয়ার ঘটনার যে ইতিহাস, তার উপরেই ভিত্তি করে তৈরি হয়েছে এই ছবি। ইতিমধ্যে গুজরাতে এই ছবির উপর থেকে কর মকুব করা হয়েছে। অনুপম ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মিঠুন চক্রবর্তী, দর্শন কুমার।
For all the latest entertainment News Click Here