দারুণ খেলেও এজবাস্টনের পন্ত হেরে গেলেন ইডেনের আজহারের কাছে: ভিডিয়ো
এজবাস্টনে একের পর এক নজির গড়লেন ঋষভ পন্ত। নিজে কয়েকটি রেকর্ডের মালিক হলেন। আবার কয়েকটি রেকর্ডের একেবারে কাছে পৌঁছে গেলেন। সেভাবেই মহম্মদ আজহারউদ্দিনের একটি রেকর্ড প্রায় ভেঙে দিচ্ছিলেন ভারতের সহ-অধিনায়ক।
কী সেই রেকর্ড?
স্ট্রাইক রেটের নিরিখে এক টেস্ট ইনিংসে শতরান বা তার বেশি রান করা কোনও ভারতীয় ব্যাটারের তালিকায় দু’নম্বরে উঠে এলেন পন্ত। শুক্রবার ইংল্যান্ডের বিরুদ্ধে ১১১ বলে ১৪৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। স্ট্রাইক রেট ছিল ১৩১.৫৩। যা শুধুমাত্র আজহারের থেকে কম। ১৯৯৬ সালে কলকাতার মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ইনিংসে ১০৯ রান করেছিলেন আজহারউদ্দিন। যে ম্যাচে বাকি ভারতীয় ব্যাটাররা কার্যত দাঁড়াতে পারেননি, সেই ম্যাচেই আজহারের স্ট্রাইক ছিল ১৪১.৫৫।
আরও পড়ুন: IND vs ENG: ফের অ্যান্ডারসনকে রিভার্স সুইপ পন্তের, ঘরের মাঠে ঔদ্ধত্য হজম ইংরেজের: ভিডিয়ো
রেকর্ডের তালিকা
- মহম্মদ আজহারউদ্দিন: ১৯৯৬ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১০৯ রান করেছিলেন। স্ট্রাইক রেট ছিল ১৪১.৫৫। অ্যালান ক্লুজনার, অ্যালান ডোনাল্ডদের মতো বোলারদের বিরুদ্ধে মাত্র ৭৭ বলে ১০৯ রান করেছিলেন আজহার।
- ঋষভ পন্ত: শুক্রবার এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে ১১১ বলে ১৪৬ রান করেছেন পন্ত। স্ট্রাইক রেট ১৩১.৫৩। মেরেছেন ১৯ টি বাউন্ডারি এবং চারটি ছক্কা হাঁকিয়েছেন।
- কপিল দেব: ১৯৮২ সালে কানপুরে ইংল্যান্ডের বিরুদ্ধে ১১৬ রান করেছিলেন। স্ট্রাইক রেট ছিল ১১৮.৩৬। মোট ৯৮ বল খেলেছিলেন।
আরও পড়ুন: একই দিনে ঋষভ ভাঙলেন ধোনি ও সচিনের রেকর্ড, টেস্টে পেরিয়ে গেলেন দুই হাজার রান
- বীরেন্দ্র সেহওয়াগ: ২০০৯ সালে ব্রেবোর্ন স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৯৩ রান করেছিলেন। স্ট্রাইক রেট ছিল ১১৫.৩৫। ২৫৪ বল খেলেছিলেন প্রাক্তন ভারতীয় ওপেনার।
- শিখর ধাওয়ান: ২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে গলে ১৯০ রান করেছিলেন। স্ট্রাইক রেট ছিল ১১৩.০৯। ১৬৮ বল খেলেছিলেন ‘গব্বর’।
For all the latest Sports News Click Here