দারুণ খবর! ‘বালিঝড়’-এর আগমনে শেষ হচ্ছে না নবাব-নন্দিনী, বদল সম্প্রচার সময়ে
হাঁফ ছেড়ে বাঁচল নবাব আর নন্দিনীর ভক্তরা। না, এই সপ্তাহ শেষে তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হচ্ছে না স্টার জলসার এই মেগা। আগামী সপ্তাহ থেকে সম্প্রচার শুরু ‘বালিঝড়’-এর। সন্ধ্যা ৬টার স্লটে, ‘মিঠাই’-এর প্রতিদ্বন্দ্বী হিসাবে তৃণা-কৌশিক-ইন্দ্রাশিস ত্রয়ীকে দাঁড় করিয়েছে চ্যানেল। কারণ মিঠাই-এর সঙ্গে প্রতিযোগিতায় কিছুতেই এঁটে উঠতে পারছিল না ‘নবাব নন্দিনী’। গত কয়েকদিনে হঠাৎ করেই বন্ধ হয়েছে, ‘মাধবীলতা’, ‘সাহেবের চিঠি’র মতো মেগা। তাই ‘নবাব নন্দিনী’র ঘাড়েও হয়ত কোপ পড়বে এমনটাই ভেবেছিল সকলে।
তবে না, শেষ মুহূর্তে বড় ঘোষণা চ্যানেলের। বৃহস্পতিবার রাতে চ্যানেল কর্তৃপক্ষ জানায়, ‘নবাব নন্দিনী’র সম্প্রচারের নতুন সময়। আগামী ৬ই ফেব্রুয়ারি থেকে সন্ধ্যা ৬টা নয়, বিকাল ৫টায় সম্প্রচারিত হবে এই ধারাবাহিক। নবাব-নন্দিনীর নতুন সময় ঘোষণা হতেই, মিঠাই ভক্তরা ট্রোল করা শুরু করেছে। একজন লেখেন, ‘২ বছর পুরোনো সিরিয়ালকে হারাতে কত মেহনত করতে হচ্ছে’। অপর একজন লেখেন, ‘সন্ধ্যা ৬টায় যে সিরিয়ালই আসুক, একই ভবিতব্য’। গত বছরের শেষে রাত ৮টার বদলে সন্ধ্যা ৬টার স্লটে পাঠানো হয় ‘মিঠাই’কে। তারপর থেকে প্রত্যেকবারই ‘নবাব নন্দিনী’কে ১০ গোল দিয়েছেন আদৃত-সৌমিতৃষা জুটি।
আরও পড়ুন-তৃণার ‘বালিঝড়’কে টেক্কা দিতে বড় চমক মিঠাই-তে! সুখবর দিলেন সৌমিতৃষা, কী ঘটবে?
শুরু থেকেই টিআরপি তালিকায় সেভাবে কামাল করে দেখাতে পারেনি ইন্দ্রাণী পাল ও রিজওয়ান রব্বানি শেখের ‘নবাব নন্দিনী’। তবুও বরাত জোরে রক্ষা পেয়ে গেল এই মেগা। নিন্দকরা অবশ্য বলছেন, প্রযোজনা সংস্থা এসভিএফের জেরেই এই রক্ষাকবচ।
অন্যদিকে রাজনৈতিক প্রেক্ষাপটে সাজানো ভালোবাসার গল্প হতে চলেছে ‘বালিঝড়’। ঠিক কেমন হবে এই ধারাবাহিকের গল্প? এক নেতার (ভরত কল) মেয়ে ঝোড়া ওরফে তৃণা, যেই নেতা নিজে অবসর নিয়ে দলের দায়িত্ব তুলে দিতে চান মেয়ের হাতে। এবং দলেরই কর্মী মহার্ঘ্যর (কৌশিক রায়) সঙ্গে মেয়ের বিয়ে ঠিক করেন। কিন্তু ঝোড়া ভালোবাসে স্রোত ওরফে ইন্দ্রাশিসকে। তবে সবটা নিজের চোখে দেখে স্রোত চায় ঝোড়ার জীবন থেকে সরে দাঁড়াতে। কোন খাতে বইবে গল্প এখন সেটাই দেখার। লীনার লেখা বেশিরভাগ গল্পে বারবার ত্রিকোণ প্রেম প্রাধান্য পেয়েছে। এখানেই হাতিয়ার সেই একই। তবে আসল প্রশ্ন হল এই গল্পে কে নায়ক আর কে ভিলেন? প্রাথমিকভাবে কৌশিক রায়ের চরিত্রটি খানিক ধূসর মনে হলেও গল্পে বড়সড় টুইস্ট থাকবে, ইঙ্গিত দিয়েছেন লেখিকা।
আরও পড়ুন-৬ মাসে কপাল পুড়ল ‘নবাব নন্দিনী’র, চ্যানেলের সিদ্ধান্তে কী মত নায়িকা ইন্দ্রাণীর?
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here