দামি হিরে নয়, সাধারণ আংটিতেই খুশি আমির-কন্য়া! প্রেমিকের সঙ্গে রূপকথা বুনছেন ইরা
এক সময়ে মানসিক অবসাদের সঙ্গে লড়াই করেছেন। নিজেকে শেষ করে দেওয়ার ভাবনাও মাথাচাড়া দিয়েছে বারবার। কিন্তু সেই অন্ধকার সময় এখন অতীত। জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন ইরা খান। দিন কয়েক আগেই প্রেমিক নূপুর শিখরের সঙ্গে বাগদান সেরেছেন আমির-কন্যা। আপাতত ভালোবাসার মানুষের সঙ্গে রূপকথা তৈরি করছেন তিনি।
শহুরে কোলাহল থেকে দূরে সমুদ্র সৈকতে সময় কাটাচ্ছেন তাঁরা। কখনও আবার নির্জন রাস্তায় সাইক্লিং করছেন দু’জনে মিলে। এ সবের পাশাপাশিই চলেছে রেস্তোরাঁ-টহল। পার্কে গিয়ে দোলনায় দুলতেও সংকোচ করেননি তাঁরা। অবসর যাপনের মুহূর্তগুলোকে সযত্নে লেন্সবন্দি করেছেন নূপুর। ভিডিয়ো আকারে তা ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। আর সেখানেই ইরার বাগদানের আংটির ঝলক মিলেছে। বহুমূল্য হিরে বসানো নয়, ভালোবাসার চিহ্ন হিসেবে আমির-কন্যার জন্য সাদামাঠা একটি আংটি বেছে নিয়েছেন তিনি। ইরাও পছন্দের সেই আংটিকে মেলে ধরেছেন ক্যামেরার সামনে।
জিম প্রশিক্ষক নূপুরের সঙ্গে দু’বছর ধরে সম্পর্কে থাকার পর বিয়ের সিদ্ধান্ত নিলেন ইরা। গত বছর প্রেমের গুঞ্জনে শিলমোহর বসিয়েছিলেন আমির-কন্যা। এ বার আরও এক ধাপ এগিয়ে যাওয়ার পালা।
নূপুরের একটি সাইক্লিং ইভেন্টে গিয়েছিলেন ইরা। সেখানেই সকলের সামনে হাঁটু মুড়ে বসে ইরাকে বিয়ের প্রস্তাব দেন তিনি। এক মুহূর্তও সময় ব্যয় না করে ‘হ্যাঁ’ বলেছেন আমির-কন্যা। এর পরেই তাঁর আঙুলে আংটি পরিয়ে দেন নূপুর। জীবনের সেই বিশেষ মুহূর্তকে ইনস্টাগ্রামে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন ইরা।
(আরও পড়ুন: বাবা-মা’র ডিভোর্স দেখেছিল পাঁচ বছরের ছোট্ট ইরা,আমিরের সঙ্গে কেমন সম্পর্ক মেয়ের?)
সম্পর্ক নিয়ে যদিও কখনও লুকোছাপা করেননি আমির-কন্যা। গত বছর নূপুরের সঙ্গে একটি ছবি দিয়ে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন তিনি।
For all the latest entertainment News Click Here