‘দাবাং’ সলমন-এর সঙ্গে পাঠানি মেজাজে চিরঞ্জীবী, রইল ‘গডফাদার’ শ্যুটের ভাইরাল ছবি
সপ্তাহ খানেক আগেই দক্ষিণী তারকা চিরঞ্জীবীর তেলেগু ছবি ‘গডফাদার’-এর শ্যুটিং শুরু করেছেন সলমন খান। আপাতত জমিয়ে চলছে শ্যুটিং। সম্প্রতি, ছবির সেট থেকে সলমন-চিরঞ্জীবীর একটি ছবি প্রকাশ্যে এসেছে। আর সেই ছবি যে আপাতত নেটপাড়ার অন্যতম চর্চিত ছবি হয়ে উঠেছে, সেকথা নিশ্চয়ই আর বলার অপেক্ষা রাখে না। ছবিতে সলমন-চিরঞ্জীবীর সঙ্গে দেখা যাচ্ছে পরিচালক মোহন রাজা ও দুই প্রযোজককেও।
ভাইরাল হওয়া ছবিতে তাঁর অতিপরিচিত মেজাজেই ধরা দিয়েছেন সলমন। দেখা যাচ্ছে, ঘর্মাক্ত নীল টিশার্ট এবং কালো রংয়ের জিনস পরে ‘দাবাং’ অবতারে দাঁড়িয়ে রয়েছেন ‘টাইগার’। অন্যদিকে, চিরঞ্জীবীকে দেখা গিয়েছে কালো পাঠানি কুর্তা-পাজামায়। এই মুহূর্তে কাজরাত-এর এনডি স্টুডিয়োতে ‘লুসিফার’-এর শ্যুটিং সারছেন এই বলি ও দক্ষিণী নায়ক। জানিয়ে রাখা ভালো, দক্ষিণী ছবির জগতে এই ছবির মাধ্যমেই ডেবিউ করতে চলেছেন সলমন।
কিছুদিন আগেও ‘গডফাদার’-এর ছবির সেট থেকে এই দুই তারকার আরও একটি ছবি ভাইরাল হয়েছিল।সেদিন ছিল ‘গডফাদার’-এর সেটে সলমনের প্রথম দিন সেই মুহূর্তের ছবি ফ্যানদের সঙ্গে শেয়ার করে নিয়েছিলেন চিরঞ্জীবী। ছবিতে দেখা গিয়েছিল, সলমনের পাশে দাঁড়িয়ে হাসিমুখে তাঁকে এক হাতে জড়িয়ে রেখেছেন তিনি। আর সলমনের হাতে ধরা একগুচ্ছ গোলাপের তোড়া। নজর এড়ায়নি ‘ভাইজান’-র মুখে লেগে থাকা চওড়া হাসিও।
উল্লেখ্য, পরিচালক মোহন রাজার নির্দেশনায় সুপারহিট মালায়লাম ছবি ‘লুসিফার’ এর রিমেক তৈরি করছেন চিরঞ্জীবী। মুখ্যভূমিকায় যে তিনি তা লেখাই বাহুল্য। ইন্ডাস্ট্রির অন্দরের খবর, ছবিতে একটি বেশ বড় এবং জমজমাট অ্যাকশন দৃশ্যে একসঙ্গে দেখা যাবে এই দুই তারকাকে। মূল ছবিতে মুখ্যচরিত্রে ছিলেন মোহনলাল এবং সলমনকে যে ভূমিকায় দেখা যাবে, সেই চরিত্রে দেখা গেছিল পৃথ্বীরাজকে। উল্লেখ্য, লুসিফার চিরঞ্জীবীর কেরিয়ারের ১৫৩-তম ছবি হতে চলেছে।
ছবিতে চিরঞ্জীবী-সলমন ছাড়াও দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী নয়নতারা-কে। এই জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রীর সঙ্গে ‘লুসিফার’-এর সেট থেকেই তোলা তাঁদের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন মোহন রাজা।
উল্লেখ্য, এই ছবির মাধ্যমেই প্রায় এক দশকেরও বেশি সময় পর তেলেগু ছবির জগতে কামব্যাক করলেন পরিচালক মোহন রাজা।
For all the latest entertainment News Click Here