দাদা ক্রুণালের দলকে খড়কুটোর মতো উড়িয়ে IPL-এর প্লে-অফ কার্যত নিশ্চিত হার্দিকদের
আমদাবাদে লখনউ সুুপার জায়ান্টসকে খড়কুটোর মতো উড়িয়ে চলতি আইপিএলের প্লে-অফে ওঠা কার্যত নিশ্চিত করল গুজরাট টাইটানস। গুজরাট আগে থেকেই লিগ টেবিলের এক নম্বরে ছিল। তবে লখনউকে হারানোর সুবাদে ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শেষ চারে জায়গা করে নেওয়া প্রায় পাকা করে ফেলেন হার্দিক পান্ডিয়ারা।
নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টস জিতে গুজরাটকে শুরুতে ব্য়াট করতে পাঠান লখনউ দলনায়ক ক্রুণাল পান্ডিয়া। ঋদ্ধিমান সাহা ও শুভমন গিলের জোড়া হাফ-সেঞ্চুরির সুবাদে টাইটানস নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটের বিনিময়ে ২২৭ রানের বিশাল ইনিংস গড়ে তোলে।
ঋদ্ধিমান সাহা ৬টি চার ও ৪টি ছক্কার সাহায্যে মাত্র ২০ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন। তিনি আইপিএলের ইতিহাসে গুজরাট টাইটানসের হয়ে সব থেকে কম বলে হাফ-সেঞ্চুরি করার রেকর্ড গড়েন। শেষমেশ ১০টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৪৩ বলে ৮১ রানের ধুমধাড়াক্কা ইনিংস খেলে আউট হন সাহা।
শুভমন গিল নিশ্চিত শতরান হাতছাড়া করেন। তিনি ৪টি ছক্কার সাহায্যে ২৯ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। শেষমেশ ২টি চার ও ৭টি ছক্কার সাহায্যে ৫১ বলে ৯৪ রান করে অপরাজিত থাকেন গিল।
হার্দিক পান্ডিয়া ১৫ বলে ২৫ রান করে আউট হন। তিনি ১টি চার ও ২টি ছক্কা মারেন। ১২ বলে ২১ রান করে অপরাজিত থাকেন ডেভিড মিলার। তিনি ২টি চার ও ১টি ছক্কা মারেন। লখনউয়ের হয়ে ১টি করে উইকেট নেন মহসিন খান ও আবেশ খান। উইকেট পাননি ক্রুণাল পান্ডিয়া, যশ ঠাকুর, রবি বিষ্ণোই, কাইল মায়ের্স, স্বপ্নিল সিং ও মার্কাস স্টাইনিস।
পালটা ব্যাট করতে নেমে লখনউ পাওয়ার প্লে-তে আগ্রাসী শুরু করে বটে, তবে ওপেনিং জুটি ভাঙতেই জারিজুরি শেষ হয়ে যায় তাদের। পাওয়ার প্লে-তে বিনা উইকেটে ৭২ রান তোলা লখনউ শেষমেশ নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৭১ রানে আটকে যায়। ৫৬ রানের বড় ব্যবধানে ম্য়াচ জিতে মাঠ ছাড়ে গুজরাট।
For all the latest Sports News Click Here