দাদাগিরিতে সলমনের নাচ নকল করলেন সৌরভ-দিতিপ্রিয়া, শেয়ার করলেন একটা সিক্রেটও
রমরমিয়ে চলছে দাদাগিরি-র নবম সিজন। সৌরভ গঙ্গোপাধ্যায়কে সঞ্চালকের ভূমিকায় দেখতে পছন্দ করেন দর্শকরা। সঙ্গে সেটে এসে মজা করার কোনও সুযোগই ছাড়েন না তারকা থেকে আমজনতা। সম্প্রতি ‘দাদাগিরি’তে দেখা মিলল ‘মুক্তি’র টিমের। ‘ভিন্ন মত, এক পথ’, এই হচ্ছে ‘মুক্তি’ ওয়েব সিরিজের মূল ভাবনা। রোহন ঘোষ পরিচালিত এই সিরিজে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, দিতিপ্রিয়া রায়, সুদীপ সরকার, চান্দ্রেয়ী ঘোষ, চিত্রাঙ্গদা চক্রবর্তী, সাহেব চট্টোপাধ্যায়।
দাদাগিরি-র সেটে এদিন দেখা মিলল দিতিপ্রিয়া, অর্জুন, চিত্রাঙ্গদার। যেখানে সৌরভ পরদার রানি মাকে উদ্দেশ্য করে বলেন, ‘দিদিপ্রিয়া এত সফল সিনেমা-টিভিতে, কিন্তু বাড়িতে মা ঠান্ডা রাখে কিন্তু।’ আর সৌরভের এই প্রশ্ন শুনেই করুণাময়ী স্টাইলে দিতি উত্তর দেন, ‘রক্ষে করো রঘুবীর’। সঙ্গে প্রশ্ন করেন, ‘ছোটবেলায় কী দাদাকে কখনও তাঁর মা ঠান্ডা রাখত?’ আর ঘাড় নেড়ে সৌরভের জবাব, ‘এখনও রাখে’।
এরপর দিতিপ্রিয়া আর চিত্রাঙ্গদার সঙ্গে নিয়ে সলমন খানের ‘টাইগার জিন্দা হ্যায়’র গানে নাচ করতে দেখা গেল সৌরভ গঙ্গোপাধ্যায়কে। এমনকী, হাতের আঙুল নাড়িয়ে ‘ইয়ো’ করতেও দেখা গেল। সলমনের ডান্স স্টেপও নকল করলেন দাদা!
দিনকয়েক আগেই সৌরভ দাদাগিরির সেটেই নিজের বায়োপিক প্রসঙ্গে কথা বলেছেন। জানিয়েছেন, বছর দেড়েকের মধ্যেই দর্শক দেখতে পাবে ছবি। আপাতত পরিচালক আর প্রযোজক সব দায়িত্ব সামলাচ্ছেন। তাঁর কাজ ছিল শুধু নিজের জীবনের ব্যাপারে নানা তথ্য দেওয়া। যদিও একবারও তাঁর ভূমিকায় কে অভিনয় করছেন, তা নিয়ে কথা বলেননি তিনি!
For all the latest entertainment News Click Here