দাঁত ব্রাশেও আনন্দ খুঁজে পাচ্ছি- দুর্ঘটনার পর প্রথম সাক্ষাৎকারেই দার্শনিক পন্ত
ভারতীয় ক্রিকেট তারকা ঋষভ পন্ত গত বছর ডিসেম্বরের শেষে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন। তার পর প্রথম বারের মতো তিনি মুখ খুললেন। দিলেন প্রথম সাক্ষাৎকার। ৩০ ডিসেম্বর দিল্লি থেকে দেরাদুনে যাওয়ার সময়ে হাইওয়েতে একটি ভয়ানক দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছিলেন পন্ত। পন্তের গাড়িটি একটি ডিভাইডারে ধাক্কা খেয়ে একাধিকবার উল্টে যায় এবং তাতে আগুন ধরে যায়। গাড়িটি বিস্ফোরণের আগেই স্থানীয়দের সহায়তায় পন্ত বেরিয়ে আসতে পারেন। তবে তিনি গুরুতর ভাবে জখম হন।
তার পর থেকে টানা চিকিৎসার মধ্যে দিয়ে যাচ্ছেন তারকা উইকেটকিপার। এ বার পন্ত নিজেই তাঁর সেরে ওঠার বিষয়ে ইতিবাচক আপডেট দিয়েছেন। এবং তিনি যে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসছেন, সেটাও জানিয়েছেন। পাশাপাশি ভারতীয় উইকেট-রক্ষক ব্যাটসম্যান বলেছেন যে, তিনি তাঁর নতুন একটি দৃষ্টিভঙ্গি তৈরি করেছেন। এবং জীবনের ছোট ছোট জিনিসগুলিও উপভোগ করছেন।
আরও পড়ুন: রাহুলের বদলে কি শুভমন? উমেশ সুযোগ পাবেন? কী হবে ইন্দোরে ভারতের একাদশ?
পন্ত সংবাদসংস্থা আইএএনএসকে বলেছেন, ‘আমি এখন অনেক ভালো আছি এবং আমার শরীরের ধীরে ধীরে উন্নতি করছে। আশা করি, ঈশ্বরের আর্শীবাদে এবং মেডিকেল টিমের সাপোর্টে আমি খুব শীঘ্রই পুরোপুরি ফিট হয়ে উঠব। আমার চারপাশে সব কিছু খুব ইতিবাচক বা খুব নেতিবাচচ, এমনটা আমার পক্ষে এই মুহূর্তে বলা কঠিন।’
তিনি আরও যোগ করেছেন, ‘তবে, আমি এখন আমার জীবনকে কী ভাবে দেখব, সেই সম্পর্কে একটি নতুন দৃষ্টিভঙ্গি অর্জন করেছি। এখন আমি ছোট ছোট বিষয়গুলিকেও, যেগুলি আমরা দৈনন্দিন জীবনে সাধারণত উপেক্ষা করে থাকি, সেগুলিকে মূল্য দিচ্ছি। এবং আমার জীবনকে সম্পূর্ণ ভাবে উপভোগ করছি। সবাই এখন যে যার মতো কাজ নিয়ে ব্যস্ত। যে কারণে আমরা ছোট ছোট জিনিসগুলি উপভোগ করতে ভুলে গেছি, যা আমাদের প্রতিদিন আনন্দ দেয়।’ পন্ত এখানেই না থেমে, বলেছেন, ‘বিশেষ করে আমার দুর্ঘটনার পর থেকে, আমি নিয়মিত যে দাঁত ব্রাশ করি বা সূর্যের নীচে বসে থাকার মধ্যেও আনন্দ খুঁজে পেয়েছি। ’
আরও পড়ুন: নেটে পাশাপাশি জোরদার প্র্যাক্টিস রাহুল, শুভমনের- ইন্দোরে একাদশে সুযোগ পাবেন কে?
ঋষভ পন্ত স্বীকার করে নিয়েছেন যে, তিনি ক্রিকেটকে খুব মিস করছেন। দিল্লি ক্যাপিটালস (ডিসি) অধিনায়ক জানিয়েছেন যে, তিনি শীঘ্রই ফিরে আসার লক্ষ্যে প্রতিদিন তিনটি করে ফিজিওথেরাপি সেশন নিচ্ছেন।
পন্ত বলেছেন,‘আমি সময়সূচী অনুযায়ী আমার দৈনন্দিন রুটিন অনুসরণ করার চেষ্টা করি। আমি সকালে ঘুম থেকে উঠি এবং তার পর আমি আমার ফিজিওথেরাপিস্টের সাঙ্গে দিনের প্রথম সেশন করি। এর পরে আমি দ্বিতীয় সেশনের জন্য নিজেকে রিফ্রেশ করার জন্য কিছুটা বিশ্রাম এবং সময় নিই। তার পর দ্বিতীয় সেশন শুরু করি, এবং আমি কতটা ব্যথা সহ্য করতে পারি, সেই অনুযায়ী ফিজিওথেরাপি করি। বিশেষ করে একটি সন্ধ্যায় আমার ফিজিওথেরাপির তৃতীয় সেশন চলে। আমি কিছু সময়ের জন্য সূর্যের নীচে বসার চেষ্টা করি, এবং এই প্রক্রিয়াটি চলতে থাকবে, যতক্ষণ না আমি আবার ঠিক মতো হাঁটতে পারছি।’
তাঁর ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীরা পাশে থাকার জন্য পন্ত তাঁদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এবং তাঁদের প্রতিশ্রুতি দিয়েছেন যে, তিনি শীঘ্রই মাঠে ফিরে আসবেন এবং ভক্তদের আবার আনন্দ দেবেন।
For all the latest Sports News Click Here