দশ হাজার টাকা মুচলেকার বিনিময়ে মুক্তি, ছাড়া পেয়ে কী বলছেন বাংলাদেশের নোবেল?
বাংলাদেশে এই মুহূর্তে বিতর্কের অপর নাম ‘নোবেল’ হয়ে দাঁড়িয়েছে। প্রায়দিনই কোনও না কোনও বিতর্কিত কারণে আলোচনায় থাকছেন গায়ক নোবেল। গত শনিবার মইনুল আহসান নোবেলকে আটক করেছিল ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। তাঁর বিরুদ্ধে বাংলাদেশের মতিঝিল থানায় দায়ের হয়েছিল প্রতারণার মামলা। অভিযোগ ছিল কনসার্টে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নিয়েছিলেন, অথচ কনসার্টে যাননি নোবেল। শেষপর্যন্ত সোমবার জামিনে মুক্তি পান গায়ক।
জানা যাচ্ছে ১০ হাজার টাকা মুচলেকা দিয়ে জামিনে ছাড়া পান নোবেল। ছাড়া পেয়ে কী বললেন বিতর্কিত গায়ক? বলেন, ‘শরিয়তপুর ও লালমনিরহাটের কনসার্ট ঘিরে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল। আমি কথা দিচ্ছি ওখানে গিয়ে দুটো অনুষ্ঠান করে আসব। যা হয়েছে তার জন্য ক্ষমা প্রার্থী।’
Exclusive Transgender Singer Anwesha: রূপান্তরকামী প্রতিযোগী হওয়ার কারণেই এত্ত আলোচনা? কী মত ‘সুপার সিঙ্গার’ অন্বেষার
Exclusive Super Singer Subhadeep: মায়ের ‘পায়ে’ খরচ করতে চান পুরস্কারের টাকা, সুপার সিঙ্গার শুভদীপের আছে আরও স্বপ্ন
আরও পড়ুন-ছোঁবেন না বলছি’, সেলফি তুলতে আসা অনুরাগীকে সতর্ক করেন, ঘটনায় মুখ খুললেন আহনা
প্রসঙ্গত, সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে গায়ক মইনুল আহসান নোবেলের জামিনের শুনানি হয়। তদন্তকারী কর্মকর্তা নোবেলের জামিনের বিরোধিতা করেন। অপরদিকে নোবেলের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। অবশেষে ১০ হাজার টাকা মুচলেকায় তাঁর জামিন মঞ্জুর হয়।
প্রসঙ্গত, কিছুদিন আগেই একটা কনসার্টে গিয়ে মাতলামির অভিযোগ উঠেছিল নোবেলের বিরুদ্ধে। আবার প্রাক্তন স্ত্রী নোবেলের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছিলেন। সম্প্রতি নোবেলের এধরনের আচরণ নিয়ে মুখ খুলেছেন তাঁর প্রাক্তন স্ত্রী। গায়কের প্রাক্তন স্ত্রী সালসাবিল বলেন, এসবের পিছনে রয়েছে মাদকচক্র। নোবেল ফাঁদে পড়েছেন। একজন বিমানসেবিকাও রয়েছেন এর মধ্যে। তিনি বলেন, ডিভোর্সের আগেও তিনি নোবেলকে মাদক ছাড়ার চিকিৎসা করানোর পরামর্শ দেন। তবে গায়ক নাকি সাফ জানিয়ে দেন, তিনি মাদক ছাড়বেন না।
For all the latest entertainment News Click Here