দশ বলে ২৯ রান দিয়েছেন RCB তারকা, অন্ত্বঃসত্ত্বা স্ত্রী’কে গালিগালাজ সমর্থকদের
এলিমিনেটরে মাত্র ১০ বলে ২৯ রান দিয়েছেন স্বামী। হারতে হয়েছে স্বামীর দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। তারপরই অস্ট্রেলিয়ান পেসার ড্যান ক্রিশ্চিয়ানের অন্ত্বঃসত্ত্বা স্ত্রী’কে চূড়ান্ত গালিগালাজ করলেন কয়েকজন সমর্থক। যাঁরা নিজেদের আরসিবির সমর্থক বলে দাবি করেছেন। তবে বেশিরভাগ সমর্থকই ক্রিশ্চিয়ানের স্ত্রী’র পাশে দাঁড়িয়েছেন।
সোমবার আইপিএলের এলিমিনেটরে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে মাত্র ১৩৮ রান তুলেছিলেন বিরাট কোহলিরা। আট বলে ন’রান করেছিলেন ক্রিশ্চিয়ান। কিন্তু বল হাতে সময়টা একেবারে দুঃস্বপ্নের মতো কাটে তাঁর। ১২ তম ওভারে দেন ২২ রান। তাঁকে পরপর তিনবার বাউন্ডারির বাইরে ফেলেন সুনীল নারিন। যা কেকেআরের স্নায়ুর চাপ অনেকটা কমিয়ে দেয়। শেষ ওভারে যখন অজি পেসারের হাতে তুলে দেন বিরাট কোহলি, তখন সাত রান দরকার ছিল কেকেআরের। প্রথম বলেই চার মারেন শাকিব আল হাসান। শেষপর্যন্ত দু’বল বাকি থাকতেই জিতে যান নাইটরা। তার ফলে আইপিএল থেকে ছিটকে যায় আরসিবি। অধরা থেকে যায় বহু কাঙ্খিত আইপিএল ট্রফি।
সেই হারের পরই আরসিবির একদল সমর্থকের রাগ গিয়ে পড়ে ড্যানের স্ত্রী জর্জিয়া ডুনের উপর। যিনি আগামী ডিসেম্বরের গোড়ার দিকে মা হতে চলেছেন। ইনস্টাগ্রামে তাঁর পোস্টের কমেন্টে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হতে পারে। যে ভাষা এই প্রতিবেদনে প্রকাশ করারও উপযুক্ত নয়। কয়েকজন সমর্থক তো লাগাতার কমেন্ট করে যেতে থাকেন। একজন বলেন, ‘আপনার স্বামীকে দয়া করে অবসর নিতে বলুন।’ যদিও অধিকাংশ মন্তব্যই ছিল চূড়ান্ত খারাপ। যা ক্রমশ বাড়তে থাকে।
তারইমধ্যে অনেকেই ড্যান এবং জর্জিয়ার পাশে দাঁড়ান। তেমনই একজন বলেন, ‘এটা খেলার অঙ্গ। দয়া করে কাউকে গালিগালাজ করবেন না।’ অপর এক নেটিজেন লেখেন, ‘কমেন্ট বক্সে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সমর্থকদের গালিগালাজের জন্য আপনি এবং আপনার পরিবারের কাছে আমি ক্ষমা চাইছি।’
For all the latest Sports News Click Here