দশ বছরে প্রথম, নক আউটে উঠতে ব্যর্থ ৪ বারের CPL বিজয়ী Knight Riders
২০২৩ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে প্রথম বার সবচেয়ে বেশি হতাশ করল ত্রিনবাগো নাইট রাইডার্স। ১০ বছরে এই প্রথম সবচেয়ে খারাপ ফল করল ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলা নাইট রাইডার্স। ১০টি ম্যাচের মধ্যে তারা মাত্র ৩টিতে জয় পেয়েছে। বাকি ৬টি ম্যাচ হেরেছে। একটি ম্যাচ হয়নি। তাদের পয়েন্ট ৭। সিপিএল তালিকার লাস্টবয় তারা। তাদের আর কোনও ভাবেই প্রথম চারে জায়গা করে নেওয়ার কোনও সম্ভাবনা নেই। কারণ নাইটদের চেয়ে বাকি পাঁচটি দলের পয়েন্ট বেশি।
শনিবার গায়ানা আমাজন ওয়ারিয়র্সের কাছে ৩৭ রানে হেরে যায় নাইট রাইডার্স। সেই সঙ্গে তাদের প্রথম চারে ওঠার ক্ষীণ সম্ভাবনাও শেষ হয়ে গেল। এর আগে ত্রিনবাগো নাইট রাইডার্স নক আউটে পৌঁছতে পারেনি, এমন ঘটনা ঘটেনি। এ বছর একরাশ লজ্জা নিয়েই সিপিএলের যাত্রা শেষ করল তারা।
আরও পড়ুন: ৬ বল খেলে ৫ ছক্কা ‘বেবি এবি’-র, ধারেকাছেও যেতে পারলেন না রাসেল, হার নাইটদের
টসে জিতে গায়ানা আমাজন ওয়ারিয়র্সকে ব্যাট করতে পাঠায় ত্রিনবাগো নাইট রাইডার্স। শুরুতে চন্দ্রপল হেমরাজ এবং তার পর শাই হোপের উইকেট হারিয়ে কিছুটা হলেও চাপে পড়েছিল গায়ানা। কিন্তু হাল ধরে রেখেছিলেন রহমানুল্লাহ গুরবাজ। তিনি ৪২ বলে ৬০ রানের দুরন্ত ইনিংস খেলেন। এ ছাড়া শাকিব আল হাসান ২৫ বলে ৩৫ রান করেন। ছয়ে ব্যাট করতে নেমে শিমরন হেতমায়ের ১৪ বলে ২৩ করেন এবং ওডেন স্মিথ ৭ বলে ২২ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন। নির্দিষ্ট ২০ ওভারে গায়ানা আমাজন ওয়ারিয়র্স ৬ উইকেট হারিয়ে ১৭৩ রান করে।
নাইটদের হয়ে সুনীল নারিন ২ উইকেট নেন। এ ছাড়া রবি রামপাল, সামিত প্যাটেল এবং ড্যারিন ডুপাভিলন ১টি করে উইকেট নেন।
আরও পড়ুন: এক ওভারে ৫ ছক্কা PBKS তারকার! সেঞ্চুরি IPL-র না থাকা কিংয়ের, প্রথম বলে আউট শাকিব
রান তাড়া করতে নেমে ২০ ওভারে ১৩৬ রানেই অল আউট হয়ে যায় ত্রিনবাগো নাইট রাইডার্স। সামিত প্যাটেল সর্বোচ্চ ২৭ বলে ৩৪ রান করেন। কলিন মুনরো ২৬ বলে ৩০ করেন। সুনীল নারিন ১২ বলে ১৯ করেন। নারিনের রানই তৃতীয় সর্বোচ্চ। এর বাইরে ১৫ রানের গণ্ডি টপকাতে পারেননি কোনও ক্রিকেটারই।
গায়ানার হয়ে শাকিব আল হাসান ৩টি উইকেট নিয়েছেন। ২টি করে উইকেট নিয়েছেন জুনিয়র সিনক্লেয়ার এবং ইমরান তাহির। গুদাকেশ মতি এবং ওডেন স্মিথ ১টি করে উইকেট নেন। ৩৬ রানে জিতে গায়ানা প্রথম চারে ওঠার দিকে নিজেদের পায়ের তলার জমি কি শক্ত করল।
For all the latest Sports News Click Here