দল ড্র করতে মাঠেই ঝামেলায় জড়ালেন CR7! কেন খেপে গেলেন? দেখুন ভিডিয়ো
মাঠের মধ্যে হোক বা মাঠের বাইরে বিতর্কে জড়িয়ে পড়াটা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কাছে যেন স্বাভাবিক বিষয় হয়ে উঠেছে। ইউরোপে থাকাকালীন তিনি তার পুরনো দল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে বিভিন্ন ভাবে কড়া ভাষায় ক্ষোভ উগড়ে দিয়েছিলেন। ম্যান ইউ ম্যানেজারের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছিলেন। ফলে ইউনাইটেড ছাড়তে হয় তাঁকে। ইউরোপ ছেড়ে রেকর্ড অর্থে যোগ দেন সৌদির আল নাসের ক্লাবে। বিতর্ক এখানেও তাঁর পিছু ছাড়েনি। এবার ফের বিতর্কে জড়িয়ে পড়লেন তিনি।
সৌদি প্রো লিগের ম্যাচে আল নাসের খেলতে নামে আল ফেইহার বিরুদ্ধে। খেলা শেষ হয় গোলশূন্য ভাবে। তারপরই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বিপক্ষে দলের উইঙ্গার আলী আল জাকানের সঙ্গে মাঠের মধ্যে ঝগড়ায় জড়িয়ে পড়েন। তাঁর বিরুদ্ধে সময় নষ্ট করার অভিযোগ তোলেন সিআর সেভেন।
সৌদি প্রো লিগে খেতাব জয়ের জন্য ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল মরিয়া হয়ে রয়েছে। তবে বর্তমানে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে তারা। প্রথম স্থানে রয়েছে আল নাসেরের চিরপ্রতিদ্বন্দ্বী আল ইত্তিহাদ। আল ইত্তিহাদ তাদের শেষ ম্যাচে আল ওয়েহদার বিরুদ্ধে ২-১ গোলে জয়লাভ করে। ফলে শীর্ষে স্থানও ধরে রেখেছে তারা। সঙ্গে আল নাসেরের থেকে তিন পয়েন্ট এগিয়ে গেছে।
এই চাপা উত্তেজনার মধ্যে আল ফেইহার বিরুদ্ধের ম্যাচে বিতর্কে জড়িয়ে পড়েন সিআর সেভেন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আল ফেইহারের ফুটবলার আলী আল জাকানকে রেগে বলেন, ‘তুমি খেলতে চাও না।’
রবিবার রোনাল্ডো তাঁর প্রতিপক্ষের বিরুদ্ধে বারবার রেগে গিয়েছেন। অবশেষে ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন। এমনকী তিনি একজন ফুটবলারকে তাঁর মুখ বন্ধ করার ইঙ্গিতও করেন। কিন্তু রোনাল্ডোর মতো মনোভাব তাঁর দলে দেখা যায়নি। খেলা শেষের পর রোনাল্ডো মাঠের বাইরে চলে যান। তখন তাঁর সতীর্থ এবং ম্যানেজার রুই গার্সিয়ারা অন্য দলের সঙ্গে করমর্দন করতে থাকেন।
চারিদিকে তাঁর এই ব্যবহার নিয়ে আলোচনা হলেও মরশুমে এটা প্রথমবার নয়। এর আগেও রোলান্ডো বিতর্কে জড়িয়েছেন। তবে সবকিছু ভুলে পরের ম্যাচে নামতে চায় আল নাসের। মঙ্গলবার আল হিলালের বিপক্ষে পরবর্তী ম্যাচ খেলতে নামবে আল নাসের।
For all the latest Sports News Click Here