দলে থাকার ১ শতাংশও যোগ্যতা নেই, WTC ফাইনালে থাকব না, সততার নয়া নিদর্শন হার্দিকের
একটা সময় ভারতীয় ক্রিকেটের ‘ব্যাডবয়’ ছিলেন। বিতর্কের অন্ধকারে ডুবে গিয়েছিলেন। তবে হারিয়ে যাননি। লড়াইয়ের চ্যালেঞ্জ নিয়েছিলেন। খেটেছিলেন, পরিশ্রম করেছিলেন। ফিরে আসেন ভারতীয় দলে। সাদা বলের ক্রিকেটে ভারতের অধিনায়কত্বও করেছেন। কিন্তু সাদা বলের পারফরম্যান্স বা ‘স্টার’ হওয়ার সুবাদে বা পুরনো পারফরম্যান্সের ভিত্তিতে টেস্ট দলে জায়গা পেতে চান না হার্দিক পান্ডিয়া। বরং লাল বলের দলে সুযোগ পেতে লড়াই করতে চান। মহম্মদ সিরাজদের মতো জান লড়িয়ে তবেই টেস্টে সুযোগ পেতে চান হার্দিক। তাই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল বা ভবিষ্যতের টেস্ট সিরিজের জন্য ভারতীয় দলে থাকবেন না বলে জানিয়ে দিলেন ভারতীয় তারকা। তাঁর বক্তব্য, টেস্ট দলে থাকার এক শতাংশও যোগ্যতা নেই। তা সত্ত্বেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেললে তা নীতিগতভাবে ঠিক হত না।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ শুরুর আগে সাংবাদিক বৈঠকে হার্দিক বলেন, ‘না, আমি নীতিগত দিক থেকে অত্যন্ত কঠোর প্রকৃতির মানুষ। ওখানে (বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে দলে থাকা) পৌঁছানোর জন্য ১০ শতাংশ কাজও করিনি। আমি এক শতাংশেরও ভাগীদার নই। তাই এখানে (দলে) ঢুকে অন্য কারও জায়গা দখল করে নেব – সেই বিষয়টা নীতিগতভাবে একেবারেই ঠিক নয়। আমি যদি টেস্ট ক্রিকেটে খেলতে চাই, তাহলে প্রতিটি স্তরে খেটে নিজের জায়গা আদায় করে নিতে চাই। এই কারণেই আমি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল বা ভবিষ্যতের টেস্ট সিরিজে খেলব না। যতক্ষণ না আমি যে মনে করি, আমি নিজের জায়গা আদায় করে নিয়েছি, ততক্ষণ আমি টেস্টে খেলার কথা ভাবব না।’
আরও পড়ুন: WTC ফাইনালের একাদশে ওর জায়গা পাকা- জাদেজা, অশ্বিনকে দলে রাখা নিয়েও মত দিলেন সৌরভ
আগামী ৭ জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে। ইংল্যান্ডের পরিবেশে হার্দিকের মতো অলরাউন্ডারের প্রয়োজন আছে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। শার্দুল ঠাকুর থাকলেও ব্যাটিংয়ের নিরিখে হার্দিক অনেক এগিয়ে। সেইসঙ্গে ঋষভ পন্ত না থাকায় হার্দিক খেললে প্রতি-আক্রমণের একজন থাকবেন। যিনি চাপের মুখে পালটা মেরে অস্ট্রেলিয়ার বোলারদের চাপে ফেলে দিতে পারতেন। যদিও নীতিগতভাবে হার্দিক ভারতীয় দলে থাকবেন না বলে জানিয়ে দিয়েছেন।
আরও পড়ুন: জাদেজা, অশ্বিনের মধ্যে একজনকে বাদ দিতে হবে- WTC ফাইনালের একাদশ নিয়ে দাবি কার্তিকের
তাহলে কবে টেস্ট দলে ফিরবেন হার্দিক?
সেই প্রশ্নের জবাবে হার্দিক বলেছেন, ‘কখন সাদা জার্সি পরে আমায় মাঠে নামতে দেখা যাবে (ভারতীয় টেস্ট দলে দেখা যাবে)? আগে ব্লু জার্সিতে পুরোপুরি খেলতে শুরু করি (সাদা বলের ক্রিকেটে খেলা)। তারপর সাদা জার্সির বিষয়ে ভাবতে চাই (টেস্টে খেলা)।’
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest Sports News Click Here