দলে তরুণ ভর্তি, আস্থা রাখতে হবে- অনেক খাটার পর প্রথম জয় পেয়ে খুশি রোহিত
আইপিএল ২০২৩-এর ১৬তম ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে ৬ উইকেটে হারিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ২০তম ওভারের শেষ বলে রোমাঞ্চকর জয় পেয়েছে মুম্বই। মরশুমের প্রথম জয় পেল রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্যাচে দলের হয়ে অধিনায়কত্বের ইনিংস খেলেন রোহিত শর্মা। ৪৫ বলে ৬৫ রান করেন তিনি। রোহিতের ইনিংসে ছিল ৪টি ছক্কা ও ৬টি চার। এই ম্যাচের জন্য তিনি ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ নির্বাচিত হন। এর সঙ্গে আরও দুটি পুরস্কার পেয়েছেন রোহিত শর্মা। যদি আমরা তার পুরস্কারের অর্থের কথা বলি, তাহলে তাঁর ব্যক্তিগত পারফরম্যান্সের জন্য তিন লাখ টাকা পেয়েছেন।
জয়ের জন্য ১৭৩ রানের টার্গেট পেয়েছিল মুম্বই। এর জন্য ওপেন করতে আসেন রোহিত শর্মা ও ইশান কিষাণ। অধিনায়কত্বের ইনিংস খেলেছেন রোহিত। ৬৫ রান করে আউট হন তিনি। তাঁকে যোগ্য সঙ্গ দিয়েছিলেন তিলক বর্মাও। ২৯ বলে ৪১ রানের ইনিংস খেলেন তিলক। ম্যাচের সেরা নির্বাচিত হন রোহিত শর্মা। এর সঙ্গে তিনি পেয়েছেন ‘লংগেস্ট সিক্স’ এবং ‘অন দ্য গো ফোর্স’ পুরস্কার। পেয়েছেন একটি ছক্কা ও একটি চারের জন্য। উভয়ের নগদ পুরস্কার এক লক্ষ টাকা ছিল। ম্যাচের সেরা খেলোয়াড়ও নগদ এক লক্ষ টাকা পুরস্কার পান। এভাবে ব্যক্তিগত পারফরম্যান্সের জন্য রোহিত শর্মা পেয়েছেন তিন লক্ষ টাকা।
আরও পড়ুন… ধোনির ‘এলিট’ রেকর্ড ভেঙে IPL-এর ভিউয়ারশিপে RCB vs LSG ম্যাচে নয়া নজির!
উল্লেখযোগ্যভাবে, এই মরশুমে মুম্বইয়ের শুরুটা খারাপ হয়েছিল। টানা দুই ম্যাচে হারের মুখে পড়তে হয়েছে তাদের। এরপর দিল্লিকে হারিয়ে হারের ধারা ভাঙল মুম্বই। প্রথমে ব্যাট করতে নেমে দিল্লি ১৭২ রান করে। জবাবে ৪ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় মুম্বই। মুম্বইয়ের হয়ে ২৬ বলে ৩১ রান করেন ইশান কিষাণ। ২৯ বলে ৪১ রান করেন তিলক বর্মা। শেষ পর্যন্ত টিম ডেভিড ১৩ রান ও ক্যামেরন গ্রিন ১৭ রান করে অপরাজিত থাকেন।
আরও পড়ুন… পেনাল্টি ৬ রান দেওয়া হোক! নন-স্ট্রাইকে রান আউট বিতর্কে এবার বেন স্টোকসের এন্ট্রি
মঙ্গলবারের খেলায় প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়ে রোহিত শর্মা বলেন, ‘ম্যাচটা জেতাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। প্রথম ম্যাচ থেকেই আমরা কঠোর পরিশ্রম করছিলাম। মুম্বইতে আমাদের একটি ক্যাম্পও হয়েছিল, এই ফলাফল (জিততে পারায়) ভালো লাগছে। প্রথম জয় সবসময়ই বিশেষ। আমরা সম্প্রতি এখানে একটি টেস্ট ম্যাচ খেলেছি, পিচ একেবারেই অন্যরকম দেখাচ্ছিল। এই পিচে স্লো বোলার পাওয়াটা গুরুত্বপূর্ণ ছিল। স্পিনাররা আমাদের খেলায় রেখেছে। টোটাল রান তাড়া করতে আমাদের ভালো ব্যাট করতে হবে। ভাবলাম সকলেই হাত তুলেছে। আমাদের দলের জন্য এটি গণনা করতে হয়েছিল। আমাকে পাওয়ারপ্লে ব্যবহার করতে হবে, আমি জানতাম আমাদের আক্রমণ চালিয়ে যেতে হবে এবং আমাদের সুযোগ নিতে হবে। আমি একটি পার্টনারশিপ তৈরি করার চেষ্টা করেছিলাম, তিলকের সঙ্গে ভালো পার্টনারশিপ গড়ে উঠেছিল। একটি ভালো অংশীদারিত্ব আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। আমাদের তরুণ ছেলেরা আছে যারা আগে আইপিএল খেলেনি, তাই তাদের ওপর আস্থা রাখা গুরুত্বপূর্ণ। তাদের সেই আত্মবিশ্বাস দিন, এবং আমরা এখানে ড্রেসিংরুমে একটি সুস্থ পরিবেশ রাখার চেষ্টা করছি। কঠোর পরিবর্তন করার দরকার নেই, এটি সত্যিই গুরুত্বপূর্ণ।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here