দলের প্রয়োজনে ফের ‘বাঁ-হাতে’ ব্যাট করলেন বিহারী, জমিয়ে দিলেন কোয়ার্টার ফাইনাল
হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে সিডনি টেস্টে হনুমা বিহারীর লড়াই ভারতীয় ক্রিকেটের রূপকথায় জায়গা করে নিয়েছে। অশ্বিনের সঙ্গে জুটি বেঁধে যেভাবে ম্যাচ বাঁচান বিহারী, তাঁর লড়াইকে কুর্নিশ জানানো ছাড়া উপায় ছিল না।
এবার ঘরোয়া রঞ্জি ট্রফির ম্যাচে ফের একবার নিজের লড়াকু মানসিকতার পরিচয় দিলেন অন্ধ্র দলনায়ক। মধ্যপ্রদেশের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচে ভাঙা কব্জি নিয়ে দলের প্রয়োজনে যেভাবে লড়াই চালালেন হনুমা, তাতে ধন্য ধন্য পড়ে গিয়েছে ভারতীয় ক্রিকেটমহলে।
ম্যাচের প্রথম দিনেই বাঁ-হাতের কব্জিতে চোট পেয়ে মাঠ ছাড়েন হমুনা বিহারী। প্রথমিকভাবে ব্যক্তিগত ১৬ রানের মাথায় অবসৃত হন তিনি। তবে দলের প্রথম ইনিংসকে আরও কিছুদূর টেনে নিয়ে যেতে তিনি ভাঙা হাতেই ব্যাট করতে নামেন একেবারে শেষে। উল্লেখযোগ্য বিষয় হল, চোট পাওয়া হাত আড়াল করতে বিহারী বাঁ-হাতি ব্যাটসম্যানদের স্টান্সে ব্যাট করেন বাকি ইনিংসে। যদিও তাঁকে ব্যাট ধরতে দেখা যায় একটি হাত দিয়েই। অন্য হাত ব্যাটের হ্যান্ডেলে ছোঁয়াননি পর্যন্ত।
শেষমেশ প্রথম ইনিংসে বিহারী ২৭ রান করে আউট হন। রিকি ভুই (১৪৯) ও করণের (১১০) শতরানের সুবাদে অন্ধ্র তাদের প্রথম ইনিংস শেষ করে ৩৭৯ রানে।
আরও পড়ুন:- IND vs NZ: ভালো খেলেও বাদ পড়া ট্রেন্ড হয়ে দাঁড়াচ্ছে টিম ইন্ডিয়ায়, কুলদীপ-ইশানের পরে এবার উপেক্ষিত চাহাল
পালটা ব্যাট করতে নেমে মধ্যপ্রদেশের তাদের প্রথম ইনিংস শেষ করে ২২৮ রানে। শুভম শর্মা ৫১ ও রজত পতিদার ২০ রান করেন। আবেশ খান ১৫ রানের যোগদান রাখেন।
আরও পড়ুন:- IND vs NZ: ভারতের T20 ক্যাপ্টেন হিসেবে সাফল্যের হারে ধোনি-কোহলি-রোহিতকে টেক্কা হার্দিকের
প্রথম ইনিংসের নিরিখে ১৫১ রানের লিড নিলেও দ্বিতীয় দফায় ব্যাট করতে নেমে চূড়ান্ত ব্যাটিং বিপর্যয়ে পড়ে অন্ধ্র। তারা দ্বিতীয় ইনিংসে মাত্র ৯৩ রানে অল-আউট হয়ে যায়। উল্লেখযোগ্য বিষয় হল, ফের হনুমা বিহারীকে দলের স্বার্থে ব্যাট হাতে মাঠে নামতে হয়। তিনি ১১ নম্বরে ব্যাট করতে নামেন। বাঁ-হাতে ব্যাট করে ৩টি বাউন্ডারির সাহায্যে ১৬ বলে ১৫ রানের কার্যকরী যোগদান রাখেন হনুমা। আবেশ খান মধ্যপ্রদেশের হয়ে দ্বিতীয় ইনিংসে ৪টি উইকেট নেন।
জয়ের জন্য ২৪৫ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে শেষ ইনিংসে ব্যাট করেত নামে মধ্যপ্রদেশ। তারা তৃতীয় দিনের শেষে তাদের দ্বিতীয় ইনিংসে কোনও উইকেট না হারিয়ে ৫৮ রান সংগ্রহ করেছে। সুতরাং, জয়ের জন্য শেষ ২ দিনে মধ্যপ্রদেশের দরকার ১৮৭ রান। ম্যাচ জিততে হলে অন্ধ্রকে তুলে নিতে হবে এমপি-র ১০টি উইকেট।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here