দলীপ ট্রফির দল ঘোষণা দক্ষিণাঞ্চলের- অধিনায়ক হনুমা বিহারী, সহ-অধিনায়ক মায়াঙ্ক
শুভব্রত মুখার্জি: আগামী ২৮ জুন থেকে শুরু হতে চলেছে ভারতের ঘরোয়া ক্রিকেটের অন্যতম গুরুত্বপূর্ণ তথা ঐতিহ্যবাহী টুর্নামেন্ট দলীপ ট্রফি। বিসিসিআইয়ের তরফে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে গোটা টুর্নামেন্টটি খেলা হবে বেঙ্গালুরুতেই। বেঙ্গালুরুর এমএ চিন্নাস্বামী স্টেডিয়ামের পাশাপাশি আলুরেও হবে খেলা। এবারের টুর্নামেন্টে অংশ নেবে সমস্ত জোন মিলিয়ে মোট ৬টি দল। যার মধ্যে অন্যতম দক্ষিণাঞ্চল। যারা আবার সরাসরি সেমিফাইনালে খেলার সুযোগ পেয়েছে। এবার আসন্ন দলীপ ট্রফির জন্য নিজেদের দলও ঘোষণা করে দিল তারা। দলের অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে হনুমা বিহারীকে। অন্য দিকে সহ অধিনায়ক হিসেবে তাঁকে সাহায্য করবেন মায়াঙ্ক আগরওয়াল।
আরও পড়ুন: অশ্বিনের মতো করে অদ্ভূত ভাবে কাউকে বাদ পড়তে হয়নি- কোহলি, শাস্ত্রীও ঝাড় খেলেন গাভাসকরের
দলে আইপিএলে খেলা একাধিক তারকা জায়গা পেয়েছেন দক্ষিণাঞ্চল দলে। রয়েছেন গুজরাট টাইটান্সের সাই সুদর্শন, মুম্বই ইন্ডিয়ান্স দলের তিলক বর্মাও। তাঁরা জানিয়ে দিয়েছে, দল তাদের নির্বাচন করলে খেলার জন্য তাঁরা প্রস্তুত। ডব্লুটিসি ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় ব্যবধানে হারতে হয়েছে ভারতকে। ২০৯ রানের ব্যবধানে ভারতকে হারায় অজিরা। ফলে মায়াঙ্ক এবং হনুমা দু’জনেই মুখিয়ে থাকবেন ভালো পারফরম্যান্স করতে। কেএস ভরতের জন্যও খুব খারাপ সময় কেটেছে ডব্লুটিসির ফাইনালে। তিনিও চাইবেন, এই দলীপ ট্রফিতে ভালো পারফরম্যান্স করতে।
আরও পড়ুন: ধোনির চ্যাম্পিয়ন দলের আরও এক তারকা সেরে ফেললেন বাগদান, নাম লেখাতে চললেন রুতুর দলে
ডব্লুটিসি ফাইনালে ভারত খারাপ পারফরম্যান্সে করাতে ভারতীয় নির্বাচকেরাও নতুন ক্রিকেটারের খোঁজে রয়েছেন, যিনি দলে জায়গা পেতে পারেন। ফলে ময়াঙ্ক, বিহারীদের কাছে ভালো পারফরম্যান্স করার বাড়তি উদ্যোম থাকবে।১২-১৬ জুলাই চিন্নাস্বামী স্টেডিয়ামেই হবে দলীপ ট্রফির ফাইনাল খেলা। আবার ১২ জুলাই থেকেই শুরু হবে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ। দলীপে গত বারের চ্যাম্পিয়ন পশ্চিমাঞ্চল। তারা সরাসরি সেমিফাইনালে খেলবে। এর পাশাপাশি দক্ষিণাঞ্চলও সরাসরি সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।
আসুন এক নজরে দেখে নেওয়া যাক আসন্ন দলীপ ট্রফির জন্য নির্বাচিত দক্ষিণাঞ্চল দল:
হনুমা বিহারী, মায়াঙ্ক আগরওয়াল, শ্রীকর ভরত, সাই সুদর্শন, রিকি ভুল, আর সামার্থ, ওয়াশিংটন সুন্দর, সচিন বেবি, প্রদোষ রঞ্জন পাল, সাই কিশোর, ভি বিশাক, ভি কাভেরাপ্পা, কেভি শশীকান্ত, দর্শন মিশাল এবং তিলক বর্মা।
For all the latest Sports News Click Here