দলবদলে চমক, রেকর্ড অর্থে পিএসভি থেকে লিভারপুলে গাকপো
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে হারিয়ে দিল লিভারপুল। না কোনও ম্যাচে নয়। দল গঠনে চমক দিল লিভারপুল। শুধু তাই নয়, রেকর্ড অর্থ ট্রান্সফার ফি দিয়ে চলতি মরশুমে কডি গাকপোকে নিজেদের সংসারে নিল লিভারপুল। বর্তমানে গাকপো নেদারল্যান্ডসের পিএসভি ফুটবল ক্লাবের হয়ে খেলছেন। গাকপোকে দলে নেওয়ার জন্য হাত বাড়িয়েছিল ম্যাঞ্চেস্টার উইনাইটেডও। কিন্তু লিভারপুলের কাছে হারতে হয় ম্যান ইউকে।
সূত্রের খবর, ৪৫ মিলিয়ন মার্কিন ইউরোতে লিভারপুলে যেতে চলেছেন গাকপো। এখনও পর্যন্ত কত টাকায় চুক্তি হয়েছে তা প্রকাশ্যে না আনলেও এই উইঙ্গারের লিভারপুলে যাওয়ার কথা নিশ্চিত করেছে পিএসভি। জানুয়ারিতে ট্রান্সফার উইন্ডো খুলছে। আর এই উইন্ডোতেই লিভারপুলে আসছেন গাকপো। ডাচ ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘লিভারপুলের সঙ্গে কথা অনেকটাই এগিয়ে গিয়েছে। আমরা গাকপোকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। গাকপো নিজেও রাজি। তবে এখনও বেশ কিছু কাজ বাকি আছে। সেই সব হয়ে গেলেই ওকে আমরা ছেড়ে দেব।’
সেই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘পিএসভি ম্যানেজমেন্ট ইতিমধ্যেই গাকপোকে ইংল্যান্ডে যাওয়ার ছাড়পত্র দিয়ে দিয়েছে। ট্রান্সফার উইন্ডো খুললেই ওকে আমরা ছেড়ে দেব। কত টাকায় ওর সঙ্গে চুক্তি হয়েছে তা আমরা কিছু জানি না।’
সূত্রের খবর, ২৬ ডিসেম্বর বক্সিং ডেতেই পিএসভি ও লিভারপুলের মধ্যে এই চুক্তি সম্পূর্ণ হয়েছে। গাকপোকে নিতে আগ্রহ দেখিয়েছিল ম্যান ইউও। কিন্তু সেই চুক্তি হয়নি। ম্যান ইউকে টেক্কা দিল ইংল্যান্ডের এই ক্লাব। যদিও পরবর্তী মরশুমের শুরুতেই রেডসরা গাকপোকে দলে নেবে এমন কথা শোনা যাচ্ছিল। তবে লুইস ডিয়াজ, দিয়েগো জোটার মতো একাধিক তারকা ফুটবলারের চোট গাকপোকে আগেই দলে নিতে বাধ্য করল তাদের।
সদ্য অ্যাস্টন ভিলাকে ৩-১ গোলে হারিয়েছে লিভারপুল। এর পরের ম্যাচ লেস্টার সিটির বিরুদ্ধে বছরের একেবারে শেষ দিনে। কিন্তু অ্যাস্টন ভিলার বিরুদ্ধে নামার আগে ম্যান সিটির বিরুদ্ধে হারতে হয়েছে লিভারপুলকে। এখন এটাই দেখার বিষয়, প্রিমিয়র লিগের মাঝপথে দলে এসে নিজেকে মেলে ধরতে পারেন কিনা গাকপো।
For all the latest Sports News Click Here