দর্শকরা মহিলাদের কান্না দেখতে চান, সিরিয়াল কনটেন্ট নিয়ে অকপট কামিয়া
বলিউডের ছোটপর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কামিয়া পাঞ্জাবিকে একাধিক ধারাবাহিকে দেখা গিয়েছে। তিনি একধক রিয়েলিটি শোতেও অংশ নিয়েছেন। এখন তাঁকে তেরে ইশক মে ঘায়াল ধারাবাহিকে ক্যামিও চরিত্রে দেখা যাচ্ছে।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী ওটিটিতে কাজ করার প্ল্যান থেকে ভারতীয় টিভির দর্শকদের নিয়ে নানা কথা জানালেন। অভিনেত্রী জানান তিনি রিয়েলিটি শো দেখতে পছন্দ করেন। তাঁর কথা অনুযায়ী, ‘আমি রিয়েলিটি শো ভীষণ পছন্দ করি। আমার সব থেকে পছন্দের হল বিগ বস। আমি খাতরো কী খিলাড়ির জন্য ডাক পেয়েছিলাম কিন্তু আমি সেখানে আমার ১০০ শতাংশ দিতে পারিনি। আমি কমেডি সার্কাস করেছি। তবে আমি কোনও ড্যান্স রিয়েলিটি শো করব না।’
তাঁর করা কোন ধারাবাহিক তাঁর মনের সব থেকে কাছের? এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, ‘এটা খুব কঠিন। আমি এতদিন যে কটা কাজ করেছি সব কটাই আমার ভীষণ কাছের। কিন্তু তাও যদি দুটো চরিত্র বাছতে বলেন তাহলে বলব সেই দুটো হল সিঁদুরা এবং প্রীতো। বানু মে তেরি দুলহান ধারাবাহিকে আমি সিঁদুরা চরিত্রে অভিনয় করেছিলাম। এটি ৩ বছর চলেছিল। আর এটার জন্য আমি আমার প্রথম পুরষ্কার পাই। এছাড়া শক্তি ধারাবাহিকে আমি টানা ছয় বছর প্রীতো চরিত্রে অভিনয় করেছি। ওটাও আমার খুব কাছের।’
ছোটপর্দায় মহিলাদের যে চরিত্র দেখানো হয় সেটা নিয়ে তাঁর কী মত একজন অভিনেত্রী হিসেবে? এই বিষয়ে তিনি বলেন, ‘আমি এটা দেখেছি যখন একজন মহিলা টিভিতে কাঁদে তখন দর্শকরা সেটা মেনে নেয়। দর্শকরা চান যাতে বউদের উপর নির্যাতন করা হয় তাঁরা কাঁদে। তাই আমি মনে করি এখানে এখনও উন্নতি করার সুযোগ আছে। টিভি একমাত্র কনটেন্টের উপর চলে। সোশ্যাল মিডিয়ায় কার কত ভক্ত আছে সেটা থেকে টিআরপি চলে না। টিভির আলাদা দর্শক আছে, আর কনটেন্ট এখানে শেষ কথা বলে।’
For all the latest entertainment News Click Here