দরগায় যশ-নুসরত, দিলেন পুজো, পায়রাদের খাওয়ালেন, পথশিশুদের দিলেন আইসক্রিম
নুসরতের হাতে হাত রেখে দরগায় যশ দাশগুপ্ত। কখনও পায়রাদের দানা দিয়েছেন, আবার কখনও পথ শিশুদের আইক্রিম খাওয়াতে দেখা গিয়েছে তাঁদের। সোশ্যাল মিডিয়ায় এমনই একটি মন ভালো করা মিষ্টি ভিডিয়ো শেয়ার করেছেন যশ। মাস্কে মুখ ঢেকে ভিডিয়োতে দেখা মিলেছে টলি তারকা দম্পতির।
গোলাপি সালোয়ার পরে মাথায় ওড়না দিয়ে ঢাকা নুসরতের। সাদা টি-শার্ট, পরনে ডেনিম ব্লু জিনস যশের। ইনস্টাগ্রামে ভিডিয়ো শেয়ার করে অভিনেতা লিখেছেন, ‘ঈশ্বর প্রেমের ভাষা বোঝেন… দয়ালু হোন, ভালোবাসা ছড়িয়ে দিন, ঈশ্বরকে ভালোবাসুন, মানুষকে ভালোবাসুন…।’ দরগায় পুজো সারার পর পায়রাদের দানা খাওয়াতে দেখা গেল তাঁদের। এরপর পথশিশুদের হাতে আইসক্রিম তুলে দিয়েছেন নুসরত।
গত বছর যশ-নুসরতের সম্পর্ক নিয়ে চর্চার শেষ ছিল না। বিতর্ক এখন থিতিয়েছে। নুসরত যশ-ঈশান আর কাজ নিয়ে বড়ই ব্যস্ত। ২০২১-র অগস্টে জন্ম হয় এই তারকা জুটির প্রথম সন্তানের। ছেলে ঈশানের বাবা যশ সেটাও প্রকাশ্যে জানিয়েছেন। যদিও অভিনেত্রীর সাফ কথা, ব্যক্তিগত জীবন নিয়ে জবাবদিহি করার কোনও প্রয়োজন তিনি বোধ করেন না!
মঙ্গলবার রাতে যশের সঙ্গে সামাজিক মাধ্যমে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছিলেন নুসরত। চলতি মাসেই একসঙ্গে ‘মাস্টারমশাই আপনি কিছু দেখেননি’র কাজ শেষ করেছেন যশ-নুসরত। এছাড়াও ‘জয় কালী কলকত্তেওয়ালী’ ছবিতে অভিনয় করছেন নুসরত। মা হওয়ার পর নিজের রেডিয়ো শো হোস্ট করে ফেলেছেন ‘ইশক উইথ নুসরত’। আপাতত তারকা দম্পতির সোশ্যাল মিডিয়া পিডিএ ভালোবাসার রঙ ছড়াচ্ছে।
For all the latest entertainment News Click Here