দয়া করে সার্ভিসের সময়ে শ্যাম্পেনের বোতলের কর্ক খুলবেন না, আম্পায়ারের আবেদন
শুভব্রত মুখার্জি: উইম্বলডনের ঘাসের কোর্টের গ্রান্ড স্ল্যাম অন্যতম ঐতিহ্যশালী টুর্নামেন্ট। এখানে খেলা দেখার পাশাপাশি খেলাকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন দর্শকরা। দর্শক আসনে নিজেদের মধ্যে মজার মজার খেলা থেকে একে অপরের সঙ্গে প্রেমে মেতে ওঠা সবকিছুই চলতে থাকে এখানে। মিঠে রোদকে উপভোগ করতে করতে সুরার গ্লাসে চুমুক দিয়েও অনেকেই খেলা উপভোগ করে থাকেন। তবে মাঝে মাঝে গ্যালারির এই উপভোগ খেলাতে বাঁধ সাধতে পারে। ঠিক যেমনটা হল চলতি উইম্বলডনে। খেলোয়াড়দের সার্ভ করার সময়ে হঠাৎ করেই শ্যাম্পেনের বোতলের কর্ক খুলে বিঘ্ন ঘটান এক ব্যক্তি। সঙ্গে সঙ্গে চেয়ার আম্পায়ারের তরফে পাবলিক অ্যাড্রেস সিস্টেমে অনুরোধ জানানো হয় সার্ভিস করার সময়ে যাতে করে কেউ শ্যাম্পেনের বোতলের কর্ক না খোলেন।
উইম্বলডনের কোর্ট নম্বর ৩’এ মুখোমুখি হয়েছিলেন দুই রাশিয়ান। অ্যানাসস্টেশিয়া পোটাপোভা এবং মিররা অ্যান্ড্রিভার ম্যাচ চলাকালীন ঘটে এই ঘটনাটি। উইম্বলডনের ম্যাচ চলাকালীন শ্যাম্পেনের বোতলের কর্ক খোলাটা নতুন বিষয় নয়। প্রতি বছরেই এই ঘটনা ঘটে থাকে। তবে রবিবার দুই রাশিয়ান খেলোয়াড়ের মধ্যে ম্যাচ চলাকালীন চেয়ার আম্পায়ারের তরফে সার্ভিসের সময় শ্যাম্পেনের বোতলের কর্ক না খোলার বিনম্র অনুরোধ জানানো হয়।
অস্ট্রেলিয়ার চেয়ার আম্পায়ার জন ব্লুম মাইক্রোফোনে ঘোষণা করেন, ‘ লেডিস অ্যান্ড জেন্টলম্যান (মহিলা এবং পুরুষ গণ) যদি আপনি শ্যাম্পেনের বোতলের কর্ক খুলছেন দয়া করে যখন খেলোয়াড়রা সার্ভিস করছেন সেই সময়ে এটা করবেন না।’ পোটাপোভা সেই সময়ে সার্ভিস করতে গিয়েও দাঁড়িয়ে যান। চেয়ার আম্পায়ার কী বলছেন মন দিয়ে শোনেন। এরপর হেসে আস্তে আস্তে মাথা সম্মতিসূচকভাবে হেলাতে থাকেন। চারদিকে তখন হাততালির রোল উঠেছে। উল্লেখ্য ২০১৯ সালের উইম্বলডনের সময়েও একই ঘটনা ঘটেছিল। সেই সময়ে ম্যাচ চলাকালীন শ্যাম্পেনের বোতলের কর্ক মাঠে উড়ে এসে পড়েছিল। ফলে বেনয়েট পেরি এবং জিরি ভেসলির ম্যাচ থামাতে হয়েছিল। অল ইংল্যান্ড ক্লাবের নিয়ম অনুযায়ী সমস্ত সুরার বোতলের কর্ক, খেলা দেখতে স্ট্যান্ডে প্রবেশের আগেই খুলে নিতে হবে।
For all the latest Sports News Click Here